কলকাতা: আজ উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kplkata International Book Fair)। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিনই উদ্বোধনের মঞ্চ থেকে ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান পুরস্কার তুলে দেওয়া হল সাহিত্যিক বাণী বসুর (Bani Basu) হাতে।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাল পরিয়ে সম্মান জানান সাহিত্যিককে, তাঁর হাতে স্মারকও তুলে দেন। পুরস্কার পেয়ে আপামর পাঠককে ধন্যবাদ জানিয়েছেন সাহিত্যিক বাণী বসু। তিনি বলেন, 'আজকে আমাকে যে সম্মান দেওয়া হল, আশা করি আমি এই সম্মানের উপযুক্ত কাজ সারাজীবন ধরে করে এসেছি। এরা বলেই দিচ্ছেন এটা লাইফটাইম অ্যাচিভমেন্ট, তার মানে এটা ফেয়ারওয়েলের জন্য় প্রস্তুতি।'


এ দেশের সাহিত্যিকদের পরিস্থিতি ঠিক কী সেই প্রসঙ্গ এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। তিনি বলছেন, 'প্রত্যেকবারই অনেক পত্রিকা আশা করেন তাদের শারদীয়া সংখ্যায় যেন তাদের জন্য় কিছু লিখি। ছোট ছোট অনেক পত্রিকা এসে পড়েন দাবি নিয়ে। আমাদের দেশে অনেক লেখকেরই এক অবস্থা। আমাদের দেশে অনেক লেখককেই লিখতে হয় শেষ জীবন পর্যন্ত।' তাহলে তিনি কী মনে করছেন? তাঁর লেখার সময় শেষ হয়ে এসেছে? তেমনটা অবশ্য বলেননি সাহিত্যিক। তিনি বলেল, 'আমি অনুভব করছি না আমার দিন শেষ হয়ে এসেছে।' তবুও তিনি মনে করেন সবারই কোথাও গিয়ে থামা দরকার। তাঁর মতে, 'আমাদের কোথাও একটা লাইন টানা দরকার। আমি বলেই শুধু নয়, যে কোনও শিল্পী, যে কোনও লেখক, যে কোনও মানুষের ক্ষেত্রেই সেটা ঠিক।' কী বার্তা দিলেন পাঠককে মৈত্রেয় জাতক, খনামিহিরের ঢিপি, গান্ধর্বী উপহার দেওয়া বর্ষীয়ান লেখিকা?


বইমেলায় আর কী কী?
এবারের বইমেলায় স্টল সংখ্যা বিপুল। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশ নিচ্ছেন। সংখ্যাটা প্রায় ১০০০। বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ থাকছে। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করছে। সেই তালিকায় রয়েছে, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাকলিক, গুয়াতেমালা, কোস্তারিকা, তাইল্যান্ড। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা। এবারে বইমেলায় থাকছে ৯টি গেট। সেগুলির মধ্যে থাকছে, লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।


আরও পড়ুন: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক