আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। এদিন অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন সম্প্রীতির বার্তা। জমাটি শীত নেই তো কী! বড়দিনের উৎসব তো থাকবেই। সেই সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর কেক। সঙ্গে আলোর সাজ।  


কী বার্তা মমতার:
অন্যান্য বছরের মতো এবার আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। সন্ধে গড়াতেই রোশনাইয়ে চমক এলাকায়। এদিনই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন, শান্তি ও সম্প্রীতির। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একতাই শক্তি। দেশে ও বিশ্বে বজায় রাখতে হবে শান্তি সম্প্রীতি।'


কেক কেটে খাওয়ালেন:
অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এদিন বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কেটে খাওয়ান সবাইকে।  এই বছর বড়দিনের পরেরদিনও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন বক্তব্য রাখতে গিয়েও সেই ছুটির প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়।শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ইতিবাচক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।


এদিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাল কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট অতিথি।

মমতার গান:
১৯৮৩ সালে মুক্তি পায় বাংলা ছবি 'প্রতিদান'। তাতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দিন শাহ, রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতারা তাতে অভিনয় করেন। সেই ছবির বিখ্যাত গান 'মঙ্গল দীপ জ্বেলে'। ঈশ্বরে অবিশ্বাসী নাসিরুদ্দিনকে আস্থার পথে আনতে শর্মিলা গানটি গাইছেন বলে দেখানো হয়েছিল ছবিতে। মঞ্চে মমতা যখন একের পর এক ভক্তিগীতি গেয়ে চলেছেন, পিছনের সারিতে বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গীত থেকে রাজনীতির জগতে পদার্পণ করা বাবুল মমতার গানের সঙ্গে ঠোঁটও নাড়ছিলেন। সেই সময়ই আচমকা 'মঙ্গল দীপ জ্বেলে' গানটি ধরেন। 'তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু/বলো তার কী অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে...' এই পর্যন্ত ঠিকঠাকই গানের বুলি আওড়ান মমতা। কিন্তু পরের লাইনে থাকা 'তোমার ক্ষমা দিয়ে তুমি, ফোটাও পদ্ম করে তাকে' এই অংশটুকু গাইতে গিয়ে সংশোধন ঘটান। বরং তিনি গেয়ে ওঠেন, 'তোমার ক্ষমা দিয়ে তুমি, আপন করে নাও তাকে'। সংশোধনের কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, "এটা আমি একটু চেঞ্জ করলাম। এই ভাবেই আমরা মনে করি...।" এর পর 'আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দষ্টি দাও' গানটিও গেয়ে ওঠেন মমতা। তার পর বলেন, "শিল্পীদের বলব, ভাল করে মনে রাখতে। আমি তো গান গাই না। বাবুল-ইন্দ্রনীলরা গায়। তারা যেন ভাল করে মানুষের কাছে গানগুলো তুলে ধরে।"


আরও পড়ুন: 'ফোনে আমন্ত্রণ পেয়েছি, অনুষ্ঠানে যাব', রাজ্যে আসছেন মোদি, খোঁজখবর মমতার