কলকাতা: মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। জানিয়ে দিলেন মমতা। এখন মন্ত্রিসভায় কয়েকজন রয়েছেন যাঁদের দলের কাজে লাগানো হবে। অন্যদিকে বেশ কয়েকজনকে নতুন করে নিয়ে আসা হবে মন্ত্রিসভায়, জানালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই। সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে মন্ত্রিসভার (Cabinet) রদবদল হবে।'
কী বললেন মমতা:
মুখ্যমন্ত্রী বলেন, 'সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থদা জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে। কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়।' তিনি বলেন, 'পরশুদিন আমরা একটা ছোট্ট রদবদল করব। বিকেল চারটে।'
দুই বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডে এবং সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। তারপরেই মন্ত্রী পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী। কীভাবে এবং কবে রদবদল হবে তা নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠক ছিল, জল্পনা ছিল হয়তো সোমবারই রদবদলের কোনও ঘোষণা হবে। এদিন সেরকম কোনও ঘোষণা না হলেও রদবদলের কথা নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার নয়, বুধবার ঘোষিত হবে মন্ত্রিসভায় রদবদলের যাবতীয় সিদ্ধান্ত। এদিনই নতুন আরও ৭টি জেলার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বুধবার মন্ত্রিসভার রদবদল