কলকাতা: পড়ে গিয়ে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে তিনটি সেলাই পড়ল। নাকে সেলাই পড়ল একটি। গভীর ক্ষত থেকে রক্তপাত হচ্ছিল, সময় না মেলায়, অ্যানাস্থেসিয়া ছাড়াই সেলাই পড়ল মমতার কপালে ও নাকে। কলকাতার এসএসকেএম হাসপাতালে সেলাই পড়ল মুখ্যমন্ত্রীর। সেলাইয়ের পর যদিও কালীঘাটের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপাতত। তবে বিশেষজ্ঞদের নিয়ে টিম গড়া হয়েছে। শুক্রবার শারীরিক পরীক্ষার পর মমতার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। (Mamata Banerjee Injured)


বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। সেখান থেকে বাড়ি ফেরেন সন্ধেয়। এর পর নিজের বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করেন মমতা। রোজকার মতো হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় মমতার দেখভালের জন্য যে সহায়িকা রয়েছেন, ছুটে আসেন। বাড়ির সকলকে জানান, পড়ে গিয়েছেন মমতা, রক্তপাত হচ্ছে। (Mamata Banerjee Health Updates)


বাড়িতে সেই সময় কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরেই রক্তাক্ত অবস্থায় মমতাকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ছোটেন তাঁরা। উডবার্ন ওয়ার্ডে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় তাঁকে। এমআরআই, সিটি স্ক্যানও করা হয়। কপাল এবং নাক মিলিয়ে চারটি সেলাই পড়ে। ৭০-এর কাছাকাছি বয়স মমতার। তবে হাসপাতালে থাকতে চাননি মমতা। তাই বাড়ি ফিরে যেতে অনুমতি দেওয়া হয় তাঁকে। শারীরিক অসুস্থতার জেরে তিনি পড়ে যান, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তবে ঘরে বসানো শোকেসের কোনায় লেগে কপালে ক্ষত সৃষ্টি হয় মমতা, এমনটা জানা গিয়েছে পরিবার সূত্রে।


আরও পড়ুন: Mamata Banerjee Injured: দুর্ঘটনায় গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল SSKM হাসপাতালে


পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। ঘটনার সময় বাড়িতে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ান নেওয়া হবে। বয়ান নেওয়া হবে মুখ্যমন্ত্রীর দেখভালের দায়িত্বে থাকা সহায়িকার। কী করে এমন ঘটনা ঘটল, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে চাইছে পুলিশ। পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে বলে বোধ হয়, এমনটা জানিয়েছেন মমতা। অসুস্থতার কারণেই এমন মনে হয় তাঁর, নাকি সত্যিই কিছু ঘটেছিল, নিরাপত্তায় গলদ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। তবে বার বার যেভাবে দুর্ঘটনা ঘটছে মমতার সঙ্গে, বার বার যে ভাবে আঘাত পাচ্ছেন তিনি, তাতে তাঁর নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।