কলকাতা: ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। (Mamata Banerjee Injured)


তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি প্রকাশ করা হয়। লেখা হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'। আবারও মমতার দুর্ঘনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই নিয়ে পর পর বেশ কয়েক বার দুর্ঘটনায় আঘাত পেলেন তিনি। (Mamata Banerjee)


দলীয় সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বালিগঞ্জে এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানে যে পোশাক পরেছিলেন তিনি, হাসপাতালে পরিহিত পোশাকের সঙ্গে মিল নেই তার। দলীয় সূত্রে খবর, বাড়ি ফিরে পোশাক পাল্টেছিলেন মমতা। তার পর হাঁটা শুরু করেন। একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান। বাড়িতে পড়ে গিয়ে মমতা আঘাত পান বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রেও। তবে পা পিছলে পড়ে গিয়েছেন মমতা, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও খোলসা হয়নি।



আরও পড়ুন: Biman Bose on CAA: ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না’, CAA নিয়ে অবস্থান জানালেন বিমান


দলীয় সূত্রে জানা গিয়েছে, বয়স ৭০ ছুঁইছুঁই হলেও, নিয়মিত হাঁটাহাঁটি করেন মমতা। এদিনও বাড়ি ফিরে হাঁটার প্রস্তুতিই নিচ্ছিলেন। সেই সময়ই ঘরের মধ্যে পড়ে যান। সেই সময় বাড়িতেই ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক এবং আবেশ বন্দ্য়োপাধ্যায়রা। তড়িঘড়ি মমতাকে SSKM হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরা। সেখানে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অ্যাপোলো হাসপাতাল থেকেও একজন বিশেষজ্ঞ এসে পৌঁছেছেন। ক্ষতের উপর সেলাই করতে হবে বলে জানা গিয়েছে। এমআরআই এবং CT স্ক্য়ান করা হচ্ছে বলে খবর।


তবে সেলাই বা প্রয়োজনীয় চিকিৎসার আগে মমতার ভাইটাল প্যারামিটার্সগুলি খতিয়ে দেখা প্রয়োজন। মাথার আঘাত কতটা গুরুতর, তা-ও দেখতে হবে। তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। তবে আঘাত কতটা গুরুতর, তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।