আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও সোমনাথ মিত্র: রামনবমীর মিছিল ঘিরে পরপর অশান্তি। হাওড়া থেকে হুগলির রিষড়া- অশান্তির জেরে আতঙ্ক ছড়িয়েছে, সমস্যায় পড়েছে সাধারণ জনজীবন। শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। মঙ্গলবার সভা থেকে শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না। বাইরে থেকে লোক নিয়ে এসে এই সমস্যা তৈরি করা হচ্ছে বলে তোপ দেগেছেন মমতা। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।


ইতিহাসের পাতায়:
দেশভাগের সময় নোয়াখালিতে ভয়ঙ্কর হিংসা ঘটেছিল। সেই হিংসা ঠেকাতে আট সপ্তাহ ধরে ৪৭টি গ্রামে প্রায় ১২০ মাইল পথ হেঁটেছিলেন মহাত্মা গাঁধী। তিনি বলেছিলেন, 'আমার চারদিকে ঘন অন্ধকার। ঈশ্বর কবে আমাকে এই অন্ধকার থেকে আলোর রাজ্য নিয়ে যাবেন?'


পরপর অশান্তি:
হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে হুগলির রিষড়া। রাম নবমীর মিছিলকে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এই ঘটনা নিয়ে কার্যত ঝড় উঠছে রাজ্য রাজনীতিতে। একে অপরের দিকে আঙুল তুলছে রাজনৈতিক দলগুলো। এই ঘটনা নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের কাছে, রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার।


এবার এই অশান্তি নিয়ে, বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সারাক্ষণ পড়ে থাকতে হয়। কখন বিজেপি গিয়ে কোথায় দাঙ্গা করবে। এরা বোঝে না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না। দাঙ্গা বাংলার সংস্কৃতি নয়। দাঙ্গা আমরা করি না। মানুষ কখনও দাঙ্গা করে না। বিজেপির লোকেরা পারে না, তাই দাঙ্গা করার জন্য় বাইরের গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। এটা দাঙ্গা নয়, ক্রিমিনাল ভায়োলেন্স।' তিনি আরও বলেন, 'এখন বাম-রাম এক হয়েছে। রামচন্দ্র নয়, বিজেপির গুন্ডা রাম। রামনবমীর মিছিল, রামের নাম বদনাম করতে বুলডোজার নিয়ে ঢুকেছে। ট্রেকার নিয়ে ঢুকেছে। বন্দুক নিয়ে ঢুকেছে। পুলিশের পারমিশন ছিল না।'


পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী দাঙ্গা করছেন। সংখ্যালঘু ভোট চলে গিয়েছে, সেই কারণে মুখ্যমন্ত্রী সংগঠিতভাবে করছেন। পুলিশ নীরব দর্শক।'


রাজনৈতিক তরজা চলবেই। কিন্তু এই অশান্তির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ জনজীবন। আতঙ্ক-অবিশ্বাস মিলিয়ে ভিত নাড়িয় দেয় সমাজের। রিষড়ার ঘটনায় হামলা হয়েছে ট্রেনে। নিরাপত্তার খাতিরে দীর্ঘক্ষণ বন্ধ থেকেছে ট্রেন, বাড়ি ফেরার পথে মারাত্মক ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের। তাঁদের এই সমস্যার জন্য় কারা দায়ী? তাঁদের শাস্তি হবে? 


আরও পড়ুন: 'বাংলা যখন শঙ্কিত, মুখ্যমন্ত্রী তখন দীঘার সমুদ্র তটে !', বিস্ময়প্রকাশ সুজনের