সঞ্চয়ন মিত্র, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষ, কলকাতা : ১৮ জুলাই, রাষ্ট্রপতি নির্বাচন। NDA’র দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। তার আগে, শুক্রবার ইসকনের রথযাত্রার সূচনা করতে গিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম'।


দ্রৌপদী প্রসঙ্গে মমতা


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, আগে থেকে যদি বিজেপি জানাত, যে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম, এটা বৃহত্তর স্বার্থের কারণে, আমরা যে বিরোধীরা ১৬-১৭টা দল আছে, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী হলে দেশের পক্ষে ভাল হতো, একসময় এপিজে আব্দুল কালামও হয়েছেন, কিন্তু বিজেপি যখন আমাদের ফোন করেছিল, তখন শুধু আমাদের সাজেশন জানতে চেয়েছিল, কিন্তু ওদের সাজেশন আমাদের জানায়নি। তাই আমি মনে করি যে, বড় স্বার্থে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী আমি সব সময় পছন্দ করি, যেহেতু ১৭-১৮টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে, আমি একা ফিরে আসা সম্ভব নয়। 


বিরোধীদের খোঁচা


দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের পরই তাঁকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। হয়ত বিজেপির চাপ আছে। খোঁচা কংগ্রেসের। হার নিশ্চিত জেনেই ভোলবদল বলে দাবি বিজেপির। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মন্তব্য, অস্থিরমতি জননেত্রী, সবাই জানে দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোটের সংখ্যা বেশি, নতুন আবিষ্কারের বিষয় নয়। এই পাল্টিবাজি আগেও করেছে। দিদি একবার এদিক ও দিক করেন। অতীত ইতিহাস দেখবেন প্রণব মুখার্জির ক্ষেত্রে। বিজেপির উপর থেকে হয়তো কোনও চাপ এসেছে, মোদির সঙ্গে সম্পর্ক তো ভাল।


মমতার ডাকে বিরোধীদের প্রার্থী নির্বাচন


রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী ঠিক করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করে বিজেপি-বিরোধী ১৭টি দল। সেখানে শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লার নাম উঠলেও তাঁরা কেউই প্রার্থী হতে রাজি হননি। পরে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিন্হার নাম চূড়ান্ত হয়। এই প্রেক্ষাপটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবারের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। 


১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ফল ঘোষণা ২১ জুলাই।


আরও পড়ুন- 'জগন্নাথের কৃপায় বেঁচে গেছি', রথ যাত্রার দিনেই দুর্ঘটনায় শুভেন্দুর কনভয় !