কলকাতা: চলতি বছরের শুরুর দিকেই শোনা গিয়েছিল শ্যুটিং শুরু হয়েছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক 'অচেনা উত্তম' ছবির। টলিউডের একঝাঁক তারকাকে দেখা যেতে চলেছে এই ছবিতে। এই ছবিতে মহানায়কের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও আগেই জানা গিয়েছিল যে, সুচিত্রা সেনের ভূমিকায় থাকতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অবশেষে সেই ছবির ট্রেলার মুক্তি পেল। আর বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগীদের মধ্যে ছবিকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয়েছে।


'অচেনা উত্তম' ছবির ট্রেলার-


এদিন নেট দুনিয়ায় 'অচেনা উত্তম' ছবির ট্রেলার মুক্তি পায়। পরিচালক অতনু বোসের এই ছবিকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছবির ঘোষণার সময়ই দেখা গিয়েছিল। ট্রেলার মুক্তি পেতে তার প্রভাব পড়ল সোশ্যাল মিডিয়ায়। মহানায়কের অগণিত অনুরাগীরা বড় পর্দায় প্রিয় তারকার বায়োপিক দেখার জন্য যে মুখিয়ে রয়েছেন, তা টের পাওয়া গেল কমেন্টে। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অচেনা উত্তম'।



'অচেনা উত্তম' ছবিতে উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। মহরতেও উত্তমকুমারের বেশেই হাজির ছিলেন তিনি। সুচিত্রা সেনের ভূমিকায় ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (SrabantiChatterjee)। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে (Sampurna Lahiri)। সুপ্রিয়া দেবীর ভূমিকায় দেখা যাবে সায়ন্তনী রায়চৌধুরীকে। তরুণ কুমারের ভূমিকায় দেখা যাবে নবাগত তীর্থরাজ বসুকে। এছড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, অনিন্দ্য সরকার, উপালি চট্টোপাধ্যায়কে।


আরও পড়ুন - Katrina Kaif: হৃত্বিকের এই জিনিসটা ভিকির মধ্যে চাইছেন ক্যাটরিনা


'অচেনা উত্তম' ছবির ট্রেলার মুক্তি পেতেই কোনও নেট নাগরিক লিখেছেন, 'অসাধারণ। খুবই উত্তেজিত দেখার জন্য।' আবার কেউ লিখেছেন, 'অনেক অনেক শুভকামনা।'