কলকাতা: আর জি কর হাসপাতালে (R G Kar News) অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে মৌলালি থেকে মিছিল করেলন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী।


পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়: আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সুর চড়িয়েছে বিজেপি। শাসক শিবিরকে কাঠগড়ায় তুলছে বাম-কংগ্রেস। বিরোধীদের সমালোচনার সাঁড়াশি চাপের মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাম-বাম চক্রান্তের অভিযোগ তুলে কাল দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত, সব ওয়ার্ডে ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে রাজ্য়ের শাসক দল। রবিবারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীই জানিয়েছিলেন এই কর্মসূচির কথা।  


এদিকে ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও হয়ে গিয়েছে বিজেপির। তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ঘটনাকে ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক সংঘাত। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আজ থেকে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। শ্য়ামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছিল গেরুয়া শিবির। আজ ওই ধর্নামঞ্চে অবস্থানে বসার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। পুলিশ যে তাঁদের মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি, গতকালই একথা জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। বিজেপি যুব মোর্চার দাবি, ভোর পাঁচটাতেও ধর্নামঞ্চে ছিলেন তাঁরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সকাল ১০টা নাগাদ তাঁরা গিয়ে দেখেন ধর্নামঞ্চ উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশই মঞ্চ খুলে নিয়ে গেছে। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে হিংসা হলে করতে হবে FIR, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের