কলকাতা: দখলদারি ও ফুটপাতে হকার সমস্যার বাড়বাড়ন্ত নিয়ে ফের মমতার (Mamata Banerjee) মুখে বহিরাগত ইস্যু। এর আগে সরাসরি না হলেও অস্থানীয় ব্য়ক্তিদের কলকাতায় বিভিন্ন জায়গায় বসে পড়ার প্রসঙ্গ এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) মুখে। বৃহস্পতিবারও নবান্নে বৈঠক করেন তিনি। সেখানেও তিনি বলেন, 'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'।


এর আগেরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের পরে অ্যাকশন মোডে যায় পুলিশ। কলকাতা ও লাগোয়া এলাকায় এবং রাজ্যের অন্যত্রও ফুটপাত দখল তুলেছে পুলিশ। বুলডোজার নিয়ে ভেঙে ফেলা হয়। এই প্রসঙ্গ তুলে এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'যাদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা যদি স্থানীয় বাসিন্দা হন, অন্য কোনও আয়ের উৎস না থাকে, তাঁদের দেখবে সরকার। এদের জন্য বিল্ডিং তৈরি করা যেতে পারে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'হকারির জন্য বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, তাদের একটা নির্দিষ্ট জোন করা হোক। হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক।' 


চাঁদা তুলে ডালা বসানোর অভিযোগ:
'হকারদের জন্য পুরো ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। হকারের স্টলের পাশে গো-ডাউন বানিয়ে ফেলা হচ্ছে। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। হকার নেতারা চাঁদা তুলে ইচ্ছেমতো ডালা বসাবেন না। পুলিশ ও হকার নেতারা চাঁদা তোলা বন্ধ করুন', নির্দেশ মুখ্যমন্ত্রীর। 


আর কী কী বলেছেন:
'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক। কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন। বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে', বলেছেন মমতা। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, 'রাস্তা ৫ বছর না চললে, ঠিকাদারকে শুধু কালো তালিকভুক্ত করা নয়, তাঁর থেকে জরিমানা আদায় করা হবে।'


মমতার হুঁশিয়ারির পরেই গ্রেফতার:
কলকাতার পাশাপাশি শিলিগুড়ির জমি দখল নিয়েও এর আগের দিন তোপ দেগেছিলেন মমতা। সতর্ক করেছিলেন গৌতম দেবকে। তারপরেই শিলিগুড়িতে সরকারি জমি জবরদখল করে বিক্রির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা। পাকড়াও করা হয়েছে আরও ২ জনকে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল গ্রেফতার ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক। শিল্পের জন্য দেওয়া জমি জবরদখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?