কলকাতা : লোকসভা ভোটের আগে রাজ্য়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। শুক্রবার সকালে অণ্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে সভা করেন তিনি  ( PM Modi ) ।  তারপর তিনি আসেন আরামবাগে ( Arambag )। এবার হুগলির ময়দান থেকেই বাংলায় লোকসভা ভোটের শঙ্খে ফুঁ দিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যেমন ঘোষণা করলেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের, তেমনই তাঁর মুখে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। 


এই আবহেই কলকাতায় শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর । রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী। তারপর আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি । তারই মাঝে আরও একবার সাক্ষাৎ হতে পারে মোদি মমতার। 

শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে প্রশাসনিক  সভা থেকে কেন্দ্রকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেছেন। সরব হয়েছেন 'কেন্দ্রীয় বঞ্চনা' নিয়ে। তিনি বলেন, ' ১০০ দিনের কাজের টাকা ২ বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমরা ৫৯ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে ১০০ দিনের টাকা পৌঁছে দিচ্ছি, খুব বড় কাজ। আগে ৪৭ লক্ষ ঘর করে দিয়েছি। অনেক গরিব মানুষ অভিযোগ করেছেন, ঘর পাচ্ছেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে টাইম দিয়েছি। এপ্রিল মাসের মধ্যে যদি না করে মে মাস থেকে বুঝে নেব। ফেস বাই ফেস কীভাবে করা যায় দেখব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। ' 


বৃহস্পতিবার আরামবাগ থেকে এর জবাব দিলেন মোদি। বললেন, 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি। দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়। সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি। আর এখন টাকা দিচ্ছে না বলে ধর্না দিচ্ছে। মানুষের টাকা লুঠ করতে দেব না'

অন্যদিকে আবার প্রধানমন্ত্রী মোদি রাজ্য সরকারকে বিঁধলেন সন্দেশখালি ইস্যুতেও। মোদি বলেন, 'সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালির মা-বোনেদের উপর অত্যাচার চালিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল। সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করছিল এতদিন। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে। সব চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে' 

শুক্রবার এই বাগযুদ্ধের মাঝেই যদি মমতা ও মোদির সাক্ষাৎ হয়, তাহলে কী বিষয়ে কথা হবে ? প্রধানমন্ত্রীর কাছে কী কী আর্জি পেশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? উত্তর পাওয়া যেতে পারে শুক্রবারই, যদি রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় ! 


আরও পড়ুন :


বাংলায় আসার আগে রাত ৩টে অবধি ম্যারাথন মিটিং মোদির, হল কি প্রার্থীতালিকা চূড়ান্ত ?