কলকাতা : "মানুষের কাছে কৃতজ্ঞ। যত জিতব তত নম্র হতে হবে। আরও বেশি মানুষের কাজ করতে হবে।" উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামীদিনে শিল্প (Industry) ও কর্মসংস্থানই তাঁর লক্ষ্য বলেও জানিয়ে দেন মমতা। আগামীকাল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার পরিষেবা।
বিপুল জয় নিয়ে মমতা বলেন, মানুষের কাছে কৃতজ্ঞ। বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল ও কলকাতা কর্পোরেশনের পর আগামী দিনে আরও ভোট আছে। বাংলাকে সবুজায়ন, শিল্প-সমৃদ্ধ, মায়ের সম্মান, ছাত্র-যৌবনের সম্মান, শ্রমিক-কৃষকের ভালবাসা, সর্ব-ধর্ম সমন্বয়ের মধ্যে দিয়েই আমরা কাজ করে চলেছি এবং এটা আমরা করে যাব। সব সামাজিক প্রকল্প যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই জয় মানুষকে উৎসর্গ করছি।
আরও পড়ুন ; কাল থেকে ফের দুয়ারে সরকার, কী কী পরিষেবা পাবেন ? কীভাবে পাবেন
কোথায় কীরকম ফলাফল-
- আসানসোলেও বিপুল জয় তৃণমূলের। ১০৬ ওয়ার্ডের মধ্যে ৯১টিই তৃণমূলের দখলে। ৭টি ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৩টি, বামেরা ২, নির্দল ৩টি ওয়ার্ড।
- চন্দননগর পুরসভা ফের দখল করল তৃণমূল। ৩৩ ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই পেল ৩১টি ওয়ার্ড। ১টি ওয়ার্ড পেয়েছে বামেরা।
- বিপুল ভোটে এই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল। সল্টলেকে বিপুল ভোটে তৃণমূলের জয়।
এখন পর্যন্ত শতাংশের হিসাব-
বিধাননগর পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। ৮ শতাংশ ভোট পেল বিজেপি। ৩ শতাংশ ভোট পেল কংগ্রেস। অ্যদিকে, চন্দননগর পুরসভায় ৫৯ শতাংশ ভোট পেল তৃণমূল। ২৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। ১০ শতাংশ ভোট পেল বিজেপি। ১ শতাংশ ভোট পেল কংগ্রেস।
আসানসোল পুরসভায় ৬৪ শতাংশ ভোট পেল তৃণমূল। ১৭ শতাংশ ভোট পেল বিজেপি। ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। ৪ শতাংশ ভোট পেল কংগ্রেস। শিলিগুড়ি পুরসভায় ৪৭ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস। ২৩ শতাংশ ভোট পেল বিজেপি।শিলিগুড়ি পুরসভায় ১৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট।