ঝিলম করঞ্জাই, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, প্রতি মাসে দু’দিন করে এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এসএসকেএমে চিকিত্সা পরিষেবা আরও উন্নত করতে নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার। চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য তৈরি হবে আলাদা রাস্তা। যাতে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে, অথবা হাসপাতালের একটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে দ্রুত পৌঁছনো যায়। এর জন্য এসএসকেএম চত্বরে ফুট ওভারব্রিজের মতে ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি তৈরি করা হতে পারে আরও কয়েকটি সংযোগ-পথ। তাতে জরুরি সময়ে রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে দ্রুত নিয়ে যাওয়া যায় রাস্তার ভিড় এড়িয়ে। এমনিতে হাসপাতাল চত্বর সবসময় ভিড়ে থিক থিক করে। এছাড়া, হাসপাতাল চত্বরে পড়ুয়াদের জন্য তৈরি করা হবে বহুতল হোস্টেল।


অন্যদিকে, এবার চিকিৎসক, নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।  তিনি  বলেন, ‘হিডকোকে বলেছি ১০ একর জমি খুঁজে বের করে দিতে। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। ওরা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’ গ্রামীণ চিকিৎসায় কোয়াকদের আরও কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘কোয়াকদের দিয়ে গ্রামে গ্রামে কাজ করানো হবে। প্রাইমারি হেলথ নিয়ে ওরা কাজ করবে।’


বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক হবে। চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা করেছে রাজ্য। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা।  ’ এর পাশাপাশি, ভাল কাজ করলে নার্সদের মিলবে পুরস্কার। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের পদোন্নতি হবে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে। 


প্রথমদিনে বৈঠক ভাল হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। শিয়রে করোনার তৃতীয় ঢেউ। তাই পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পরিকাঠামোগত উন্নতির কথা ভেবেছে রাজ্যে। তিনি জানান, ‘প্রথম দিনের বৈঠক সফল হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যবস্থা করেছে রাজ্য। ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’


গত সপ্তাহে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তিনি মাসে ২ দিন বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার হয় প্রথম বৈঠক। ১৬ সেপ্টেম্বর এসএসকেএমে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 


পাশি, ভাল কাজ করলে নার্সদের মিলবে পুরস্কার। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের পদোন্নতি হবে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে।