শিলিগুড়ি: ভাষা দিবসের দিন উত্তরবঙ্গ (North Bengal) সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়িতে (Siliguri) এদিন সভা করে সরকারি প্রকল্পের কথা জানান তিনি। সেখান থেকে এ রাজ্যে কর্মসংস্থান নিয়েও বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি। মমতা বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে। সবকিছুতেই মেরুকরণের রাজনীতি করে বিজেপি। আমি ছেলেমেয়েদের চাকরি দিলে কীসের সমস্য়া?'
মমতা আরও বলেন-
- 'লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ৬০ বছর হলেই সরাসরি বার্ধক্যভাতা'
- 'সরকারি চাকরি হলেই বিজেপি আদালতে গিয়ে মামলা করছে'
- 'মধ্যপ্রদেশে কী করেছে? ব্যাপম কেলেঙ্কারির কথা মনে নেই'
- 'তোমাদের নির্দেশ মানব না, আমি আইন মেনে চাকরি দেব'
- 'মন দিয়ে ব্যবসা করুন, আপনার ব্যবসায় ৫ জনের চাকরি হবে'
- 'আমরা যা বলি, তাই করি'
আরও পড়ুন, 'সরকারি কর্মীরাও ভাল বন্ধু, ওঁরা ভাল থাকলে আমরাও ভাল থাকব', ডিএ কাণ্ডের মাঝেই বার্তা মমতার
সম্প্রতি চাকরি নিয়ে বর্ধমান থেকে তরুণ প্রজন্মকে আশ্বস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'চাকরি আটকাতে আন্দোলন হচ্ছে। কিন্তু বাংলার ছেলেমেয়েদের সকলের চাকরি হবে, হবেই। নিয়ম মেনে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। চাকরির জন্য কাউকে ভিক্ষে করতে হবে না।'
এদিন চাকরি নিয়ে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'সরকারি চাকরি তো হচ্ছে। যেই চাকরি হচ্ছে অমনি বিজেপি কোর্টে কেস করে দিচ্ছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? এলআইসি প্রায় বন্ধ করে দিচ্ছে। স্টেট ব্যাঙ্কের টাকা নয়ছয় হচ্ছে। চাকরি পেলেই কোর্টে চলে যাচ্ছে। পলিটিক্যালি চিহ্নিত করে চাকরি না দিতে বলা হচ্ছে'।