কলকাতা: বুধবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একের পর এক তিরে বিঁধেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহদের সরকারকে। বাজেট থেকে বিমুদ্রাকরণ ইস্যুতে সরব হন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, "মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার।একটার পর একটা স্কিম করছি, করবও"। 


মমতার কথায়, ‘বিজেপি বাংলার নামে নেতিবাচক প্রচার করছে। বাংলাদেশের ছবি দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি’। রাজ্যবাসীর জন্য আশ্বাসবার্তায় বলেন, "এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান। আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব"। 


এদিন মমতা বলেন, 'আগামীদিনে লড়াই আরও জোরদার হবে। যাদের ভোট আছে, ভাল করে কাজ করুন। দুর্গাপুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করব। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেয়েছেন শঙ্খ বাজাবেন। সংখ্যালঘু মহিলারাও থাকবেন। শঙ্খ, উলুধ্বনি দেখবে গোটা দেশ’।" 


মোদি সরকারকে বাজেট প্রসঙ্গে নিশানা করে মমতা বলেন, ‘গতকাল একটা বাজেট হল। বিজেপিকে দেখলে মনে হয়, চু কিতকিত দল। মানুষ চাল চায়, ডাল চায়, হিরে নয়। হিরের ঝোল, চচ্চরি, তরকারি বানাবে? আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে। ১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে।কমাতে কমাতে এমন করেছে এবার তো আর বাজেটে টাকাই নেই।" 


এরপরই মমতার সাফ বার্তা, " পিএম কেয়ার্সে কোটি কোটি টাকা তুলে নিল। ক্যাগ কাউন্ট করবে না। সরকারি কর্মীদের টাকা নিয়ে নিয়েছে। এই দিয়ে দেশ চলতে পারে না। রেল থেকে সেল বিক্রি করে দিচ্ছে। কোথায় যাবে মানুষ, খুব খারাপ দিন আসছে। কোভিডের নামে দোহাই দিচ্ছে। কখনও পুলওয়ামা করে ভোট পার করে নিচ্ছে’।