কলকাতা: যাবতীয় শঙ্কা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। তাঁদের সাফল্যে গর্বিত বিশ্ববাসী। মহাশূন্য থেকে সুনীতার প্রত্যাবর্তন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতরত্ন দেওয়ার দাবি: ৯ মাসের মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামসরা। ২০২৪-এর ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, ৮ দিনের জন্য গিয়ে মহাশূন্যে আটকে ছিলেন ২৮৬ দিন ধরে। অবশেষে ৯ মাস পর, ইলন মাস্কের স্পেস X-এর ড্রাগন যানে চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন। আর তিনি ফিরতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে শুভেচ্ছা বার্তা। সুনীতার বাবার বাড়ি গুজরাতে মেহসানার ঝুলাসন গ্রামে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "৮ দিনে ফেরার কথা ছিল, ফিরল ৯ মাস পরে। ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর, এজন্য অভিনন্দন। মহাকাশযান যখন উপরে গিয়েছিল, শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল। সেই জন্যেই আটকে গিয়েছিল।''
এদিন ভারতীয় সময় রাত ৩টে ২৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক সাগরে সেফ ল্যান্ডিং। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে মার্কিন নৌ বাহিনীর জাহাজে তোলা হয়। জাহাজেই খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভশ্চর নিক হেগকে। এরপর আলেকজান্ডার গর্বুনভ, সুনীতা উইলিয়ামস এবং সবশেষে বের করা হয় সুনীতার মহাকাশ-সহচর বুচ উইলমোরকে। ঘরের মেয়ে নিরাপদে ফেরায় উচ্ছ্বাস গুজরাতের গ্রাম। ভোররাতেই আতবাজিতে রঙিন ঝুলাসনের আকাশ। নাচে গানে মেতে ওঠেন গ্রামবাসীরা। সুনীতার ভাই দীনেশ রাওয়াল জানিয়েছেন, "ওরা না ফেরা পর্যন্ত চিন্তায় ছিলাম। পুজোও দিয়েছি।''
সুনীতাদের ফেরার খবরে সংসদেও খুশির মেজাজ। আলাদা করে ভারতীয় বংশোদ্ভূত কন্যাকে অভিনন্দন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এই পরীক্ষা ছিল দৃঢ়তা,সাহস এবং অসীম মানবিক চেতনার পরীক্ষা। সুনীতারা আমাদের দেখিয়েছেন যে অধ্যবসায়ের প্রকৃত অর্থ কী। বিশাল অজানার মুখোমুখি হয়ে তাদের অটল দৃঢ়তা চিরকাল লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।'' পাশাপাশি X হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগতম। ভারতের মেয়ে সুনীতা ফিরে আসায় খুবই আনন্দিত।''