কোথাও একজন পডুয়ার প্রাপ্য টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। আবার কখনও এরাজ্যের সরকারি প্রকল্পের টাকা, চলে গেছে ভিনরাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  যে প্রকল্পের সূচনা হয়েছিল তরুণদের স্বপ্ন দেখাতে সেই প্রকল্প নিয়েই এখন রাজ্যজুড়ে ভুরি ভুরি অভিযোগ। শহর থেকে জেলায়, গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা। এই বিরাট কাণ্ডে একের পর এক গ্রেফতারি চলছে। পুলিশের জালে আটকা পড়েছে এক তৃণমূল নেতার ছেলেও। এই পরিস্থিতিতে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ট্যাব কেলেঙ্কারির অপরাধীদের এ রাজ্যেই ধরপাকড় করা হয়েছে। এমন কেলেঙ্কারি তো অন্য রাজ্যেও হয়েছে। কিন্তু এ রাজ্যই শুধুমাত্র অভিযুক্তদের গ্রেফতার করতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে। তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'


২ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় বিমান ধরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সকলের প্রশ্ন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি, তারা কি আর টাকা পাবে ? মুখ্যমন্ত্রী সেই প্রশ্নেরও উত্তর দিলেন । তিনি বললেন, 'আমরাই একমাত্র এই গ্রুপের ৬ জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেফতার করেছি। বাকি যা করার ওরা করবে।' মুখ্যমন্ত্রী জানান, 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে' । 


অন্যদিকে , এদিনই ট্যাবের টাকা যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন তৃণমূলের এক সাংসদ। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, 'ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত, তাদের গুলি করে মারা উচিত। যারা সরকারের বদনাম করে, ছাত্রদের প্রতারিত করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।  তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। কেলেঙ্কারিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত? কারা এটা করল? তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত'


কলকাতাতেও একের পর এক ট্যাব-প্রতারণার অভিযোগ উঠছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা থানায় জমা পড়ছে নতুন অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে ধৃত ২ জনকে জেরা করে পুলিশের অনুমান, সাইবার প্রতারণার জাল ছড়িয়ে আছে গোটা রাজ্যেই। ভাড়ার অ্যাকাউন্টে জমা পড়েছে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা। অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট করাতে চলেছে কলকাতা পুলিশ। প্রতারণা চক্রের হদিশ পেতে তৈরি করা হয়েছে সিট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।