State Bank of India: দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক এবার তাদের ঋণের উপর সুদের হার বাড়াল। এই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকলে এবার বাড়তে পারে ইএমআই। আজ ১৫ নভেম্বর ২০২৪ থেকে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্ক (SBI Rate Hike) তাদের মার্জিন কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (MCLR) ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। আজ থেকেই কার্যকর হবে এই রেট।


কত বাড়ানো হয়েছে সুদের হার


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের নতুন মার্জিন কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট ৫ বেসিস পয়েন্ট হারে বাড়িয়েছে। এর মাধ্যমে ৩ মাসের জন্য এমসিএলআর বা সুদের হার ৮.৫০ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশ করা হল। ৬ মাসের জন্য এই সুদের হার ৮.৮৫ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ করা হল। আর এক বছরের এমসিএলআর ৮.৯৫ শতাংশ থেকে ৯ শতাংশ করা হল। তবে ২ বছরের এবং ৩ বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হারে কোনো বদল করা হয়নি। এখনও দুই বছরের জন্য এমসিএলআর রয়েছে ৯.০৫ শতাংশ এবং ৩ বছরের জন্য সুদের হার রয়েছে ৯.১০ শতাংশ।


গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে ?


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জিন কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট বদলে গিয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এই সুদের হারের উপর ভিত্তি করেই মূলত গাড়ির ঋণ এবং পার্সোনাল লোন দেওয়া হয় গ্রাহকদের। ফলে মার্জিন কস্ট অফ লেন্ডিং রেটে কোনো বদল এলে তার সরাসরি প্রভাব পড়বে গাড়ির ঋণ, পার্সোনাল লোন এবং শিক্ষা ঋণের ইএমআইয়ের উপরে। স্টেট ব্যাঙ্ক যেহেতু আগের থেকে অনেকটাই বাড়িয়েছে সুদের হার, তাই এবার থেকে গ্রাহকদের বেশি ইএমআই দিতে হবে। মূলত স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রেই এই এমসিএলআর মেনে চলা হয়, তবে বেশি মেয়াদের ঋণ যেমন বাড়ির ঋণ মূলত নির্ধারিত হয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের বদলের উপরে। রেপো রেট বাড়লে বা কমলে এই হোম লোনের সুদের হারও বাড়ে বা কমে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: FASTag Recharge: শুধু গাড়ির নম্বর দিয়েই করা যায় FASTag-এর রিচার্জ ? জানুন উপায়