কলকাতা : মাঝে কেটে গিয়েছে একটা সপ্তাহ। কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তেমনটা না করে বাড়িতেই সুশ্রুষা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচার করতে হবে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে হবে মাইক্রো সার্জারি। যে জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হবেন তৃণমূল সুপ্রিমো। আগামী শনিবার (৮ জুলাই) রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হওয়ার কথা।


গত ২৭ জুন পঞ্চায়েতের ভোটপ্রচার সেরে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন পাইলট। বাগডোগরার (Bagdogra) দিকে না গিয়ে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। কপ্টার দুর্বিপাক ও মাঝে সেনাঘাঁটিতে নামার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে-পায়ে চোট লাগে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে।


হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ক্রমাগত ফিজিওথেরাপিও। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাঁটুতে ফ্লুইড জমেছে বলেই জানা যাচ্ছে। যার জন্যই শুক্রবার এসএসকেএমেই মাইক্রো সার্জারি (Micro Surgery) হওয়ার কথা। গ্রাম বাংলা দখলের লড়াইয়ের ঠিক আগের দিন।


প্রসঙ্গত, চোট লাগার দু'দিন পরই ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছিলেন, 'আমার স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় আমি অভিভূত। আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে কোনওমতে জরুরি অবতরণ করেছিল। ঈশ্বরের আশীর্বাদে এবং চিকিৎসক দলের অক্লান্ত চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি চলছে।' 


ভোটপ্রচার শুরুর পরই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষার পর থেকে কার্যত গৃহবন্দি অবস্থায় তৃণমূল সুপ্রিমো। তবে তাঁর মাঝেই দলের বিভিন্ন প্রচারের মাঝে নিজের অডিও বার্তা নেতাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তিনি। চোট-আঘাতের জের এবার অবশ্য তাঁকে টেনে নিয়ে যাচ্ছে অস্ত্রোপচারের টেবিলে।       


আরও পড়ুন- বর্ষার আকাশে শরতের নীল ! 'অভাগা' দক্ষিণবঙ্গের কপাল, বর্ষা কি বেহাল ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial