আশাবুল হোসেন ও অমিত জানা, কলকাতা: পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে উঠে এল আরএসএস (RSS) প্রধানের সফরের প্রসঙ্গ। পুলিশকে (Police) লক্ষ্য রাখতে বলেন তিনি। এ’নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)। দু’পক্ষকেই কটাক্ষ করেছে সিপিএম (CPIM)।


রাজ্যে এসেছেন RSS’র প্রধান মোহন ভাগবত। কেশিয়াড়িতে RSS পরিচালিত স্কুলে সঙ্ঘের প্রশিক্ষণ শিবির চলছে। তাতেই যোগ দিতে এসেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে আরএসএস প্রধানের সফরের প্রসঙ্গ। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেশিয়াড়িতে RSS প্রধান ১৭ থেকে ২০ এসে থাকছেন, কী কাজ? দেখবেন ভাল করে প্রোটেকশন দেবেন। যেন কোনও দাঙ্গা-টাঙ্গা না করে। আর পারলে একটু মিষ্টি -ফল পাঠিয়ে দেবেন ভাল করে, প্রশাসনের থেকে। যাতে বোঝে যে আমাদের এখানে আসলে অতিথি হিসেবে কাউকে ফেলে দিই না, আমরা যত্ন করি। ঠিক আছে। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না আবার! তাহলে কিন্তু পেয়ে বসবে। লক্ষ্য রাখবেন ভাল করে।"                                                                                                           


আরও পড়ুন, জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! উদ্বেগ প্রকাশ মমতার                         


দু’পক্ষকে বিঁধে, সিপিএমের রাজ্য সম্পাদক ফেসবুক পোস্টে বলেন, আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে বাংলার সমাজ ভাগ করতে স্বাগত জানাচ্ছেন। আর তাঁর এই মাখামাখির জন্য বলি হচ্ছে বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব।                                 



বুধবার মেদিনীপুর কলেজ ময়দানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন তিনি। এদিকে কেশিয়াড়িতে সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন মোহন ভাগবত।