কলকাতা : "আমাদের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে দলীয় সাংসদরা যতদিন না সুদীপ দা সুস্থ হয়ে উঠছেন, ততদিন লোকসভায় নেতৃত্ব দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সুদীপ দা-র দ্রুত আরোগ্য কামনা করি এবং সংসদীয় বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও গভীর জ্ঞানের জন্য তাঁর পথনির্দেশনার অপেক্ষায় থাকব।" দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের পর এক্স হ্যান্ডেলে এই পোস্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।