পটনা: জুন মাসে ৪২২ কোটি টাকা ব্যয়ে পটনায় একটি উড়ালপুল উদবোধন হয়েছিল। এক মাস যেতেই ফাটল ধরল সেই উড়ালপুলে। সমাজমাধ্যমে সেই উড়ালপুলের একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। শহরে ভারী বৃষ্টিপাতের কারণে নবনির্মিত দ্বিতল উড়ালপুলের একটি অংশে ফাটল দেখা দিয়েছে, এমনটাই দেখা গিয়েছে ওই পোস্টে।
সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে ফ্লাইওভারের একটি অংশে একাধিক ফাটল এবং জল জমে রয়েছে। বিহারের প্রথম দোতলা উড়ালপুলটি ১১ জুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বোধন করেছিলেন ।
পটনার অশোক রাজপথ ধরে এই ডাবল ডেকার উড়ালপুল তৈরি করা হয়েছিল। মূলত যানজট নিয়ন্ত্রণই ছিল উদ্দেশ্য। তিন স্তরীয় ট্রাফিক ব্যবস্থা রয়েছিল উড়ালপুলে। একটি ডেক পটনা কলেজ থেকে বিএন কলেজ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, 'এটি শুধু একটা সেতু নয়, একটা নিদর্শন। পাটনার মানুষদের যাতায়াতের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এই উড়ালপুল যা গোটা রাজ্যের নগরোন্নয়ন পরিকাঠামোর মডেল হয়ে উঠবে।'
এদিকে টানা বৃষ্টিতেই ধসে পড়েছে এই নির্মাণ। ফাটল ধরেছে উড়ালপুলের একাধিক অংশে। ফলে বিহার সরকারের পরিকাঠামো নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, উড়ালপুলের একাংশে একাধিক ফাটল, আর তার পাশে জমা জলের আস্ত জলাশয়! সেই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
একজন এক্স ব্যবহারকারী লেখেন, 'বিহার আর দুর্নীতি, যেন স্বর্গ থেকে তৈরি হয়ে আসা এক জুটি! এদের বিচ্ছেদ ভাবাই যায় না।' আরেকজন কটাক্ষ করেন, 'আগের ট্র্যাক রেকর্ড দেখে বলতে হয়, এই উড়ালপুল ১৫ দিন টিকেছে, সেটাই তো অনেক! ১২-১৩ দিনেই ধসে পড়া উচিত ছিল।'