আশাবুল হোসেন, নদিয়া : লক্ষ্মীবারে চৈতন্যভূমে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁর গলায় যেমন উঠে এল বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, তেমনই কোথাও যেন শোনা গেল আশঙ্কার কথা। তিনি বারবার বলেন....আমাকেও যদি জেলে পোরে...


লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা-সফর করছেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর বক্তব্যে প্রায় প্রতিদিনই উঠে আসছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শাণিত আক্রমণ। বৃহস্পতিবারও তিনি তাই করলেন। বুধবারই জমি দুর্নীতির মামলায়, বুধবারই ED-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং 'INDIA' জোটের শরিক JMM-এর প্রধান মুখ হেমন্ত সোরেন।  এরপরই বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা। তিনি বললেন, 'ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব।' 


শুধু তাই নয়, মমতা আরও বলেন, 'নির্বাচনে জেতার জন্য় সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর। আর আপনারা সাধু? চোরেদের জমিদার, জোদ্দার, চোরের মায়ের বড় গলা, শূন্য় কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে, তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না। সব উধাও হয়ে যাবে।'  

এর জবাব দিতে দেরি করেনি বিজেপি। দিল্লিতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে ‘চম্পাই ব্যানার্জি’কে খোঁজার জন্য এখন থেকে শুরু করে দেওয়া। কারণ, বাই চান্স যদি ওঁকে গ্রেফতার হতে হয়, কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে।'   


বিজেপি নেতাদের বসন্তের কোকিল বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী সাধারণের থেকে জানতে চান,' সব বিদায় নেবে। আপনি কাকে বাছবেন? যে ৩৬৫ দিন আপনার সাথে থাকে? না কাকে বাছবেন নির্বাচনের আগে আসবে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে। আবার পালিয়ে যাবে। আপনি তাকে চান? না ৩৬৫ দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে? ভরসা আছে? আস্থা আছে? '   


সেই সঙ্গে তাঁর বার্তা, ' দিল্লি জয় আমরাই করব। বাংলা পথ দেখাবে। বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য়। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, , এটা মাথায় রাখতে হবে ... আমি মা-মাটি-মানুষ করি। '    

আরও পড়ুন :


'কর্মক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাড়ছে মহিলা কর্মী', মেয়েদের জন্য কী করেছেন, কী করবে মোদি সরকার?