নয়া দিল্লি: মনে দারুণ ফূর্তি ছিল। গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার প্লায়ন ও হয়েছিল তখনই। কিন্তু এমন যে বিপদের মুখে পড়বেন তা স্বপ্নেও ভাবতে পারেননি মহিলা। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে একটি ঝুলন্ত কাঠের ব্রিজে ঝুলে রয়েছে একটি গাড়ি। 


পাটায়া নিউজে প্রকাশিত তথ্য অনুসারে, থাইল্যান্ডের একজন ড্রাইভার জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে একটি কাঠের ঝুলন্ত সেতুতে পৌঁছে যান। বলা হয়েছে, মহিলা জিপিএসের উপর নির্ভর করে সাদা হোন্ডা সেডান দিয়ে "উয়াং থং ব্রিজ" অতিক্রম করার চেষ্টা করেছিল। 


তবে এই ১২০-মিটার-দীর্ঘ সেতু শুধুমাত্র পায়ে চলাচলের জন্য, গাড়ি চলাচলের জন্য নয়। কিন্তু কীভাবে এই গাড়িটি এখানে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, জিপিএস দেখে এই ব্রিজটি বুঝতে পারেননি ওই মহিলা। ফলে ব্রেক কষার আগেই ওই ব্রিজের উপর ১৫ মিটার এগিয়ে যায় গাড়িটি। 


সৌভাগ্যবশত ওই মহিলার চালকের দুর্দশা পথচারী মাকুন ইনচান প্রত্যক্ষ করেছিলেন, যিনি অবিলম্বে জরুরি প্রতিক্রিয়াকারীদের সতর্ক করেছিলেন। ভয়ানক পরিস্থিতি স্বীকার করে, উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলের মূল্যায়ন করতে এবং সেতুটির আরও ক্ষতি না করে গাড়িটি বের করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে দ্রুত পৌঁছেছে।


ওই মহিলা জানিয়েছেন, তিনি নং মুয়াং খাই জেলার বাসিন্দা। সুং মেনের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে এই এলাকাটি তাঁর পরিচিত ছিল না। তার বন্ধু তাকে যে নির্দিষ্ট স্থানে পাঠিয়েছিল সেখানে নেভিগেট করার জন্য তিনি একটি জিপিএস সিস্টেমের উপর অনেক বেশি নির্ভর করেছিলেন। শুধুমাত্র GPS নির্দেশের উপর নির্ভর করেছিল। 


আরও পড়ুন, ১০৩ বছরের পাত্রের হাতে হাত ৪৯ বছরের পাত্রীর! বয়সকে তুরি মেরে ওড়ান ওঁরা


সেই সময় তিনি দেখেন জিপিএস তাকে ওয়াং থং ব্রিজ পার হতে নির্দেশ করছে। তিনি এও বলেন, আমি আর কোনদিকে তাকাইনা। ভেবেছিলাম ব্রিজটি মজবুত এবং সম্ভবত অন্যরা ব্যবহারও করে। যখন আমি আটকে পড়ি, তখন আমি খুব ভয় পেয়েছিলাম কারণ আমি ইয়োম নদীর মাঝখানে ছিলাম। আমি ভয় পেয়েছিলাম গাড়িটি নিয়ে যদি নদীতে পড়ে যাই। তবে সকলের সাহায্যে এই বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছি।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে