সুমন ঘড়াই, কলকাতা: এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় আমন্ত্রিতদের আর রান্না করা খাবার দেওয়া হবে না, দেওয়া হবে শুকনো খাবার। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব। ২১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের পচা বিরিয়ানি (Biryani) দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। এমনই পরিস্থিতিতে, শিলিগুড়ির (Siliguri) ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তাই এই সিদ্ধান্ত বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।                                               


কিছুদিন আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠেছিল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে পড়ুয়াদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, প্য়াকেট খুলতেই পচা গন্ধ বেরোয়। বাসি বিরিয়ানি দেওয়া হয়েছে বলে পড়ুয়ারা অভিযোগ করে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                        


যদিও শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবের দাবি, এরকম কোনও ঘটনা ঘটেনি। পড়ুয়াদের ঠিকঠাকই খাবার দেওয়া হয়েছিল। এরপর সভার মাঝখানে মুখ্যমন্ত্রী খোঁজ নেন পড়ুয়াদের খাওয়া হয়েছে কি না। শেষপর্যন্ত প্রশাসনের তরফে খাবারের ব্যবস্থা করা হয়।


আরও পড়ুন, রাস্তায় কেঁদে ভাসাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী, 'গ্রিন করিডর' করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ


শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। ওই সভায় আমন্ত্রিত ছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সেই কারণে সকাল থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোতে দুপুরের খাবার পৌঁছে যায় প্রশাসনিক উদ্যোগে। কিন্তু সেই খাবার নষ্ট ছিল, ফলে খাবার ফেলে দেন পড়ুয়ারা। খিদে পেটেই মমতার সভায় উপস্থিত হয় ওই শিক্ষার্থীরা। মমতা সভামঞ্চ থেকে পড়ুয়াদের জিজ্ঞেসও করেন যে তাঁরা কিছু খেয়ে এসেছেন কি না! উত্তরে পড়ুয়ারা জানান যে না।  পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপর তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।