কলকাতা: 'অভিষেক রাজনীতি করে ২ বছর বয়স থেকে' মন্তব্য মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। এদিন তৃণমূলের নবজোয়ার যাত্রা কাকদ্বীপে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে সভায় বক্তৃতা দিতে গিয়ে জানিয়ে দেন ২ বছর বয়স থেকে রাজনীতিতে যোগ দেন অভিষক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।           

  


কবে থেকে রাজনীতিতে অভিষেক? 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  'আমার ও তৃণমূল কংগ্রেসের পরিবারকে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়। অভিষেক রাজনীতি করে ২ বছর বয়স থেকে। সিপিএম যখন মেরেছিল, হাসপাতাল থেকে ফেরার পর অভিষেক সব ঘটনা শুনেছিল। অভিষেক তখন ঝান্ডা নিয়ে বলত সিপিএম কেন মারল, জবাব দাও। জল বন্ধ করে দিয়ে, হাত-পা কেটে দিয়ে অত্যাচার করা হত।'                                      


সভামঞ্চ থেকে এদিন অভিষেককে তাঁরই একটা ছোটবেলার ছবি উপহার দেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১৯৯০ সালে সিপিএম যখন মেরে চৌচির করে দিয়েছিল, হাসপাতাল থেকে বাড়ি আসার পর আমার মায়ের কোলে বসে ও সব ঘটনা শুনেছিল। তখন দুবছর বয়স অভিষেকের। তারপরের দিন থেকেই একটা ঝান্ডা নিয়ে বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। প্রতিদিন মিছিল করত।''                              


৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। বোমা-গুলির লড়াই। খুনোখুনি, রক্তপাত। মনোনয়ন-পর্বের শুরু থেকে শেষ দেখা গিয়েছে একই ছবি। দিকে দিকে অশান্তির আবহে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা। তাঁর দাবি শান্তির পরিবেশ রয়েছে বাংলায়। শুধু তাই নয়, মনোনয়ন শান্তিপূর্ণ বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মনোনয়ন নিয়ে অশান্তির অভিযোগ ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি অশান্তি নিয়ে বিরোধীদের নিশানাও করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি। বাংলায় মানুষ শান্তিতে আছে। আমাদের দলের কর্মী খুন হয়েছে। সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ?' মনোনয়নে অশান্তি নিয়ে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।                    


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?