Tech News: ফ্লিপ ফোনের বাজার ধরতে Motorola শীঘ্রই ভারতে Motorola Razr 40 Ultra স্মার্টফোন লঞ্চ করবে। টিপস্টারদের মতে, বিশ্বের সবচেয়ে পাতলা ফ্লিপ ফোন হতে চলেছে এই ডিভাইস। ইতিমধ্য়েই স্মার্টফোনটিকে Amazon-এ তালিকাভুক্ত করেছে মোটো। অর্থাৎ ফোনটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। মোটোরোলা এই ফোনের আগে দুটি ফ্লিপ ফোন বাজারে এনেছে। বলা হচ্ছে , নতুন মডেলটি ডিজাইনের দিক থেকে প্রথম দুটি মডেল থেকে অনন্য হতে চলেছে।


Motorola ইতিমধ্যেই চিনে Motorola Razr 40 ও  40 Ultra লঞ্চ করেছে। ভারতে কোম্পানি শুধুমাত্র Motorola Razr 40 Ultra লঞ্চ করবে, যার দাম প্রায় 65,000 টাকা হতে পারে। এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কোম্পানি।


Motorola Razr 40 Ultra: ফোনের স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটিতে 3.6 ইঞ্চি পিওলেড কভার ডিসপ্লে পাওয়া যাবে। পর্দার সুরক্ষার জন্য এটি গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা পাবে। মূল স্ক্রিন 6.9 ইঞ্চি হতে পারে যা 165hz এর রিফ্রেস রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার দুটি রুম থাকবে 12+13MP। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি 32MP ক্যামেরা পাওয়া যাবে।


Tech News: ফোনের সম্ভাব্য ফাঁস তথ্য বলছে,এতে একটি 3800 mAh ব্যাটারি থাকবে যা 30 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি Snapdragon 8th Plus প্রজন্মের 1 SOC সাপোর্ট করবে। এই তথ্য ফাঁস উপর ভিত্তি করে স্মার্টফোনের স্পেক্সে ছোটখাটো পরিবর্তন হতে পারে।


এই ফোনটি ১১ জুলাই লঞ্চ হবে
Nothing তার দ্বিতীয় স্মার্টফোন, Nothing Phone 2 ভারতে 11 জুলাই রাত 8:30-এ লঞ্চ করবে। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে মোবাইল ফোনটি কিনতে পারেন এবং এর দাম প্রায় 40,000 টাকা হতে পারে। ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ, 4700 mAh ব্যাটারি এবং 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে।


iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৪ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G)। বিভিন্ন সূত্রে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। একনজরে সেইসব তথ্য দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, শোনা গিয়েছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের দাম ৩৮ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকার মধ্যে হতে পারে। এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আইকিউওও সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করেনি। 


আরও পড়ুন : Free Aadhaar Update: বিনামূল্যে আধার কার্ড আপডেটের তারিখ বাড়ল আরও তিন মাস, জেনে নিন নতুন ডেট