আশাবুল হোসেন, কলকাতা: অবশেষে মহকুমার স্বীকৃতি পেতে চলেছে ধূপগুড়ি (Dhupguri)। 'জটিলতা কেটেছে, মিলেছে হাইকোর্টের ছাড়পত্র', ধূপগুড়িকে মহকুমা ঘোষণা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


এর আগে গত ২ সেপ্টেম্বর ভোট প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের ঘোষণার পরে ধূপগুড়িকে মহকুমা করতে সম্মতি দেয় মন্ত্রিসভা। এবার মুখ্যমন্ত্রী জানালেন, আইনি জটিলতা কেটেছে, মিলেছে ছাড়পত্র।


কয়েকঘণ্টা আগে Trinamoole Nabo Jowar নামের X হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বক্তব্য পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'আমি ভেবে কথা দিই, যখন কথা দিই, কথা রাখি।'


 






বিধানসভা উপনির্বাচনের প্রচারে ধূপগুড়ি মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি জানিয়েছিলেন ভোটো তৃণমূল জিতলে ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। উপনির্বাচনের ফল বেরোলে দেখা যায়, ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলের বিপুল জয়ের পরেও ধূপগুড়ি মহকুমা না হওয়ার ক্ষোভ তৈরি হয়েছিল জেলায়। নতুন বছর পড়ে গেলেও ধূপগুড়ি মহকুমা হবে না কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। নতুন বছরেও ধূপগুড়ি মহকুমা হচ্ছে কিনা তা নিয়ে কোনওরকম বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বাড়ছিল ক্ষোভ। রাজ্য মন্ত্রিসভায় ধূপগুড়িকে আলাদা মহকুমা হিসেবে গঠন করার প্রস্তাব পাস হয়ে গেলেও আইনি জটিলতায় আটকে গিয়েছিল মহকুমা তৈরির কাজ। মুখ্যমন্ত্রীও আগে জানিয়েছিলেন আইনি জটিলতায় আটকে গিয়েছে ধূপগুড়ি মহকুমা তৈরির কাজ।                     


এই পরিস্থিতিতে সম্প্রতি ধূপগুড়িতে অনশন শুরু করেছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসেছিলেন মঞ্চের সদস্য়রা। তারপরেই আসরে নামেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। তিনি বলেছিলেন,'কিছু আইনি জটিলতার কারণে বিষয়টি আটকে রয়েছে। হাইকোর্টের ছাড়পত্র লাগবে।'


এবার সেই ছাড়পত্র মিলে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব জটিলতা কেটে গিয়েছে। এর ফলে এবার দ্রুত নতুন মহকুমা হিসেবে ধূপগুড়ি আত্মপ্রকাশ করবে বলেই আশা ধূপগুড়ির বাসিন্দাদের। 


আরও পড়ুন: বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়, বিজ্ঞপ্তি জারি দুই বোর্ডের