কলকাতা : চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভট্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিংহ। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট।


প্রত্যয়ী মুখ্যমন্ত্রী


যেখানে সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'


লড়াইয়ের বার্তা


কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলার লড়াইয়ের বার্তাও সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে চলতে থাকা অর্থ-দ্বৈরথের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'বাংলা লড়াই করে সংহতি, সম্প্রীতি বজায় রাখার জন্য। বাংলা কখনও মাথা নত করে না। বাংলা কখনও ভিক্ষা চায় না। বাংলা চলে মাথা উঁচু করে।' মঞ্চে হাজির ছিলেন বাংলার নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসও। প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পরে তাঁর বার্তায়, বাংলা-বাঙালিদের মাথা উঁচু করে এগিয়ে চলার প্রসঙ্গ উঠে এসেছিল তাঁর কথাতেও।


কৃতীদের স্মরণ


বাংলার একাধিক মনীষীদের নাম করে তাঁদের দেখানো পথে বাংলা হাঁটবে বলেই জানান মুখ্যমন্ত্রী। কলকাতার মঞ্চে আন্তর্জাতিক স্তরে গুণী বাঙালিদের স্মরণ করার পাশাপাশি সিনেমা নিয়েও প্রত্যয় ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়। ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সকলের কথা উঠে আসে তাঁর বক্তব্যের মাঝে।


সিনেমার সঙ্গেই গানের জগতের কিংবদন্তিদের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বিশেষভাবে স্মরণ করেন লতা মঙ্গেশকরকে। উঠে আসে কলকাতায় অনুষ্ঠান করতে এসে মর্মান্তিকভাবে মৃত কেক-এর কথাও। 


অনুষ্ঠানের শেষে অমিতাভ-শাহরুখ-রাজ্যপাল সহ সকলকে সম্মান জানিয়ে সকলকে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানানোর ডাকও দেন মুখ্যমন্ত্রী। সকলকে সিনেমা উপভোগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর ডাক, 'আবার আসুন'।


প্রসঙ্গত, ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্তিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইত্জারল্য়ান্ড সহ বহু দেশের ছবি দেখানো হবে ফেস্টিভ্য়ালে। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্য়াল।


আরও পড়ুন- সংলাপ লিখে দিয়েছেন রানি, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বাংলায় ভাষণ শাহরুখের