সুমন ঘড়াই, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিক, কলকাতা: উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে পাহাড় সফর হোক বা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, উপ নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি বিরোধী শিবিরের তোপে বার বার পড়েছেন তিনি। বিজেপি-র সঙ্গে তৃণমূলের 'সেটিং' তত্ত্ব তুলে ধরেছেন বিরোধী শিবিরের নেতারা। তা নিয়ে এ বার মুখ খুললেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বার্তা, তিনি কারও সঙ্গে 'সেটিং'  করতে যান না, তাঁর সঙ্গে 'সেটিং'  করতেই আসেন সকলে।


'সেটিং' তত্ত্ব নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার


বুধবার নবান্নে (Nabanna)সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। সেখানেই 'সেটিং' তত্ত্ব নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম, সেটাকে নাকি সেটিং বলে! ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে।" 


একসময় কেন্দ্রে বিজেপি-র সঙ্গে জোটে যাওয়া নিয়ে আজও প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। যদিও সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য বলে বার বার তা প্রতিহত করতে দেখা দেখা গিয়েছে মমতাকে। বরং ২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি-কে উৎখাত করতে তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী তিনি। তবে বিজেপি-র অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘকে নিয়ে খানিকটা হলেও সুর নরম মমতার। তাঁর কথায়, "আরএসএস ভাল। সবাই খারাপ নয়। ওরাও একদিন প্রতিবাদ করবে।"


আরও পড়ুন: Mamata Banerjee: সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা


গত কয়েক মাসে রাজ্য়ে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে দুর্নীতি কাণ্ডে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন একসময় মমতার পর দু'নম্বর মন্ত্রী বলে বিবেচিত পার্থ চট্টোপাধ্যায়। মমতার স্নেহধন্য, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন গরুপাচার মামলায়। তাতে তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কালীঘাটে সব টাকা ঢুকছে বলে প্রকারান্তরে মমতাকে নিশানা করতে দেখা যায় রাজ্যের বিরোধী নেতাদের কয়েক জনকে।


নবান্ন থেকে কড়া বার্তা তৃণমূল নেত্রীর


সেই নিয়ে এ দিন তীব্র প্রতিক্রিয়া জানান মমতা। বলেন, "সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে, কার কাছে আসছে নামটা বলুন না? মা কালীর কাছে যাচ্ছে?" মমতা আরও বলেন, "উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে আসছে গরু। গরু, কয়লা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। ব্ল্যাকমেলের রাজনীতি চলছে। এরকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। আমি সমাজসেবার জন্য রাজনীতিতে এসেছি।ভাবেন স্বার্থের জন্য বসে থাকি? আগেও পদ ছেড়ে দিয়েছি। একদিনের মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলাম। আমি তো চিরকাল বাঁচব না। তবে জেনে শুনে কোনও অন্যায় করিনি।"