সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটি (Panihati) পুরসভার প্লাস্টিক-বিরোধী অভিযান ঘিরে ধুন্ধুমার। সরকারি নির্দেশ না মানায় ব্যবসায়ীদের জরিমানা করায়, পুর কর্মীদের মারধরের অভিযোগ উঠল। ৭৫ মাইক্রনের নীচে পলিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। এদিন আগরপাড়ার (Agarpara) উষুমপুর বটতলা বাজারে হানা দেন পুর কর্মীরা। অভিযোগ, সরকারি নির্দেশ না মানায় ব্যবসায়ীদের জরিমানা করায়, বাগবিতণ্ডা চলাকালিন মারধর করা হয় পুর কর্মীদের। দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পানিহাটি পুরসভার ৩ কর্মী আহত হন বলে দাবি। পুর কর্মীরা দোকানে ঢুকে হেনস্থা করছিলেন বলে পাল্টা দাবি ব্যবসায়ীদের। উভয়পক্ষই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যে ৭৫ মাইক্রোনের কম পলিব্যাগ নিষিদ্ধ ঘোষণা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এখনও সেই প্লাস্টিক ব্যবহার করছেন। আর পানিহাটি পুরসভার উদ্যোগে লাগাতার ৭৫ মাইক্রোনের কম প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এদিন পুরসভার এক প্রতিনিধি দল আগরপাড়া ঊষূমপুর বটতলা অঞ্চলের ঊষূমপুর বটতলা বাজারে হানা দেয়। অভিযোগ ৭৫ মাইক্রনের কম পলিব্যাগ ব্যবহারকারীদের জরিমানা করতে গেলে বাধা দেয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। আর সে সময়ই শুরু হয় বাকবিতণ্ডা এরপর শুরু হয় মারামারি। উভয় পক্ষই ঘোলা থানায় অভিযোগ জানায়।


পানিহাটি পৌরসভার তিন জন কর্মী আহত হয়েছে পেল অভিযোগ করেছেন প্রতিনিধি দলের সদস্য সুশান্ত চৌধুরী জানান সরকারি কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত ও আহত হওয়ার সঙ্গে জড়াজড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অপরদিকে ঊষূমপুর বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিন্টু সরকার অভিযোগ করেন পৌরসভার কর্মীরা, জোরপূর্বক দোকানে ঢুকে জরিমানার নামে ব্যবসায়ীদের হেনস্থা করছিল তাতে প্রতিহত করে ব্যবসায়ীরা। এখন দেখার উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে কেমন পদক্ষেপ নেন পুলিশ প্রশাসন।


প্লাস্টিক দূষণ রুখতে নয়া উদ্যোগ: গত পয়লা জুলাই থেকে দেশে নিষিদ্ধ হয়েছে ৭৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Plastic)। কিন্তু শহরের বাজারে এই নিষেধজ্ঞা কতটা মানা হচ্ছে?  তা দেখতে NCC-র সিনিয়র উইংয়ের ক্যাডেটদের কাজে লাগাবে পুরসভা।  মেয়র জানিয়েছেন, ক্যাডেটরা বিভিন্ন বাজারে গিয়ে প্লাস্টিকের কুফল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করবেন। কার্যত মেয়রের ঘরের দুয়ারেই চেতলা CIT বাজার। এদিন সকাল ১১টা নাগাদ সেই বাজারেই যান মেয়র। তাঁর সঙ্গে ছিলেন NCC-র আধিকারিকরা। মেয়র জানান, এবার প্লাস্টিক নিয়ে সচেতনতা প্রচারে এনসিসি-র ক্যাডেটদের ব্যবহার করবে পুরসভা।