কৌশিক গাঁতাইত, আসানসোল : বর্ধমানের পর আসানসোল, ফের মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন 'দিদি কিছু বলতে চাই' পোস্টার তুলে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। যার পরই পোস্টার ছিঁড়ে, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।


ঠিক কী হয়েছে


আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা চলাকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে 'দিদি কিছু বলতে চাই' পোস্টার তুলে ধরেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। যা দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকেই বারকয়েক 'বসুন' বলেন। তারপর তিনি আরও জানান, 'গতকালই আপনাদের সঙ্গে কথা হয়েছে। আপাতত এটা আদালতের (Court) বিষয়। যেহেতু আদালত বিষয়টি দেখছে, তাই আমার পক্ষে করা সম্ভব নয়। আদালতকে দিয়ে যদি অর্ডার  করাতে পারেন, তাহলে আমার আপত্তি নেই। আপনারা আদালতকে গিয়ে বলুন। আমি আদালতের কথা মানব। '






সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, 'আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে। আরও ৫ হাজার রেখেছে যারা বঞ্চিত হয়েছে, কোর্ট অর্ডার না দিলে করতে পারিনি।' 


কী বলছেন বিক্ষোভকারীরা


মুখ্যমন্ত্রীর সভামঞ্চে যে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান, তাঁদের দাবি ৪৭০ দিন গাঁধী মূর্তি পাদদেশে চাকরির জন্য অবস্থান করছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কথা বলতে অনেকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে শেষপর্যন্ত বাধ্য হয়ে এভাবে দৃষ্টিআকর্ষণের পথ তাঁরা বেছে নেন বলেও জানান বিক্ষোভকারীরা।


আরও পড়ুন- 'বিকাশবাবুদের বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চালু করবেন', নিয়োগ-জট নিয়ে তোপ মমতার