কলকাতা: কখনও নিয়োগ দুর্নীতি, কখনও চাকরিহারা, কখনও আর জি কর কাণ্ডের প্রতিবাদ, নানা ইস্যু নিয়ে কখনও কালীঘাট কখনও নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধী থেকে একাধিক প্রতিবাদ মঞ্চ। এদিন একুশের মঞ্চ থেকে সেই ইস্যু নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কর্মীদের কী করতে হবে সেই বার্তাও দিলেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে।" 

এদিকে, ২৮ জুলাই 'নবান্ন চলো' অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্যপদে নিয়োগ ও বকেয়া ডিএ- সব বিভিন্ন ইস্য়ুতে আন্দোলনে নামছেন তাঁরা। রাজ্য সরকারি চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনও রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে আন্দোলন, দাবিদাওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন। 

এরপর, ৯ অগাস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা।নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশনের জন্য, 'নবান্ন অভিযান ডট কম' নামে পোর্টালের উদ্বোধন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৭ অগাস্ট, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানে চিকিৎসকের মা-বাবার সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারীও।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলা ভাষা আন্দোলন শুরু হল...বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ,মানব না। ২১ এর মঞ্চ থেকে তিনি ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ। বুঝিয়ে দিলেন,  চোর বলে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। মমতা বলেন, 'সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে...সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন,এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত , চিনে নিন। এরা টাকা খাচ্ছে চিনে নিন। এরা কয়লা গরু সব টাকা খায়, কারণ বিএসএফের আন্ডারে বর্ডার, সিআইএসএফের আন্ডারে কোল, রেল আরপিএফের আন্ডারে। '