কলকাতা: পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। বিজেপিকে হারিয়ে বাংলায় রীতিমতো সবুজ ঝড়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল সুপ্রিমো সাংগঠনিক বৈঠক করেন। সেখান থেকেই দলের কর্মীদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করলে রেহাই দেওয়া হবে না, এমনটা এদিন সাফ জানিয়ে দেন মমতা। তিনি বলেন, "দলের প্রার্থীকে হারিয়ে দিচ্ছেন, দলে থেকে নাম কেটে দেওয়া হবে। ২-৩ জনকে সতর্ক করা হয়েছে, দরজা খোলা আছে যেতে পারেন।" 


এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?



  • ‘পরীক্ষা চলছে, এসময় মিছিল করা মানে অবক্ষয়ের দিকে যাওয়া’

  • ‘আন্তর্জাতিক মহিলা দিবসে সবাইকে অভিনন্দন’

  • ‘যুদ্ধ থেমে শান্তি আসুক, অনেক ক্ষতি হয়েছে, সবাই শান্ত হোক’

  • ‘কষ্ট করে সবাই ফিরে আসছে, নাটক করে বলা হচ্ছে, বড় কাজ হয়েছে’

  • ‘চার মাস আগে ফিরিয়ে আনা হয়নি কেন? কে তার জন্য দায়ী?’

  • ‘একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত’

  • ‘বেছে বেছে কাঁথি, ব্যারাকপুর, বহরমপুরে গন্ডগোল হচ্ছে’

  • ‘মানুষের উপর ভরসা রাখতে হবে বিরোধী দলগুলিকে’

  • ‘দলের প্রার্থীকে হারিয়ে দিচ্ছেন, দলে থেকে নাম কেটে দেওয়া হবে’

  • ‘দলের প্রার্থী থাকা সত্ত্বেও নির্দলদের কেন সমর্থন করা হবে?’

  • ‘এদের নাম ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি’

  • ‘প্রথমে সতর্ক করবে, তারপর শো-কজ, না শুনলে সাসপেন্ড’

  • ‘২-৩ জনকে সতর্ক করা হয়েছে, দরজা খোলা আছে যেতে পারেন’

  • ‘বারবার এঁদের বলা হয়েছেন এমন করবেন না’

  • ‘তৃণমূল করতে গেলে আদর্শ-মূল্যবোধ নিয়ে করতে হবে’

  • ‘সিপিএম এখন দর্শনধারী’

  • ‘তৃণমূল ভদ্রতা করে বলে দুর্বল নয়’

  • ‘গতকাল বিজেপি বিধানসভায় চূড়ান্ত অসভ্যতা করেছে’


এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। এক সময় রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর জয়প্রকাশ মজুমদারকে তৃণমূলের সহ-সভাপতি করা হয়। ২০১৪ সালে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। এরপর তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়। ২০১৯’এ নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করে বিজেপি।