সুমন ঘড়াই, কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। এবার থেকে সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। গোলাম রব্বানিকে পাঠানো হল উদ্যান পালন দফতরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল।
কেন বদল?
দলীয় সংগঠনের পর এবার, কি সাগরদিঘিতে পরাজয়ের আঁচ এসে পড়ল রাজ্য মন্ত্রিসভাতেও? সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রীর পদ থেকে সরানো হল গোলাম রব্বানিকে। তার বদলে সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। গতবছরের ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। সেই আসনেই হয়েছিল উপনির্বাচন। কদিন আগেই হওয়া সেই উপনির্বাচনে ৬৮ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবি হয়েছে। ভোটের ফল বেরনোর পরে যা তথ্য় সামনে এসেছে তাতে দেখা দিয়েছে মাত্র ২ বছরের ব্যবধানে সাগরদিঘিতে তৃণমূলের ভোট কমেছে প্রায় ১৬ শতাংশ। বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন বাম ও কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। তারপর থেকেই হারে কারণ নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু করেছিল তৃণমূল। সেই সময়েই হারের কারণ হিসেবে নানা দিক উঠে এসেছিল। মাত্র ২ বছরের মাথায় হঠাৎ করেই সাগরদিঘিতে এত জনসমর্থন কমে যাওয়া তৃণমূলের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই অবস্থায়, সম্প্রতি, কালীঘাটে তৃণমূলের বৈঠকেও উঠে এসেছে সাগরদিঘিতে হারের প্রসঙ্গ। সূত্রের দাবি, ওই বৈঠকে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসালামকে উদ্দেশ্য করে তৃণমূলনেত্রী বলেছিলেন যে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি। জেলা সফরে কেন তাঁর এত খামতি। কেন তিনি জেলা সফরে যাননি? সেই প্রশ্নও করা হয়েছিল। তারপরেই দলের সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে হাজি নুরুল ইসালামকে সরিয়ে তাঁকে চেয়ারম্যান করা হয়। সংখ্যালঘু সেলের সভাপতি করা হয় মোশারফ হোসেনকে। এবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রীর পদ থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে গোলাম রব্বানিকে সরিয়ে উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী করা হল। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন: সংসদের আর্জিতেই কি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ এবার, সভাপতির মন্তব্যে বিতর্ক