কলকাতা: সদ্য শাহিনবাগের বিতর্কিত স্লোগান ফিরেছে যাদবপুরেও। যাদবপুরের ছাত্র মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনায়, সম্প্রতি 'যাদবপুর বাঁচাও'-এর ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা । একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নিয়েছিল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠে আসে সেই বিতর্কিত স্লোগান, 'গোলি মারো।'আর এদিন টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে সেই স্লোগান ইস্যুতেই এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'গোলি মারার স্লোগান যারা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে পুলিশকে বলেছি।'


শাহিনবাগের বিতর্কিত স্লোগান ফিরেছে যাদবপুরেও


কুড়ি সালে, শাহিনবাগে এই স্লোগান তুলেই চরম বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। মূলত দেশজুড়ে তখন চলছিল সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ। ঠিক তখনই দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে প্রচারে নামেন অনুরাগ ঠাকুরও। সেসময় বলতে শোনা গিয়েছিল, দেশকে গদ্দারোঁকো..গোলিমারো।' এই স্লোগানে সারাদেশেই বিতর্ক তৈরি হয়েছিল। এদিকে যে যাদবপুরকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি, সেই ঘটনার প্রতিবাদ মিছিলেই উঠেছে এবার 'গোলি মারো' স্লোগান। স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় ফের উঠেছে। 


'গোলি মারো'


এদিন মুখ্যমন্ত্রী বলেন' পুজোর পরে ছাত্র সংসদের নির্বাচন হবে। ওরা এখানে বলছে গোলি মারো। পুলিশকে বলেছি গোলি মারো যারা বলেছে তাদের গ্রেফতার করতে হবে। শান্তিপূর্ণভাবে ছাত্র সংসদ নির্বাচান করতে হবে। সিপিএম-কংগ্রেস-বিজেপি এখানে মিলে গেছে। লাল-হলুদ মিলে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পুলিশ আটকাবে। বহিরাগতদের আটকাবেন, নিজেদের নির্বাচন নিজেরা লড়বেন।'


আরও পড়ুন, Ragging মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই : অভিষেক বন্দ্যোপাধ্যায়


'যাদবপুর বাঁচাও'


'যাদবপুর বাঁচাও'-র ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করেছিল বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নিয়েছিল সেদিন RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠল সেই বিতর্কিত স্লোগান। 'গোলি মারো'।  এদিকে, এবিভিপির (ABVP) অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয়ে যায় অশান্তি। গোলপার্কে যখন এই কাণ্ড, তখন যাদবপুর থানার সামনেও রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তাপের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার  বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছতে ফের তেতে উঠেছিল পরিস্থিতি।