অরিত্রিক ভট্টাচার্য ও করুণাময় সিংহ, কলকাতা: ডিসেম্বর (December) থেকে সমস্ত যাত্রিবাহী বাণিজ্যিক গাড়িতে (Commercial Car) বাধ্যতামূলক ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) লাগানো। পরিবহণ দফতর সূত্রে খবর, কোনও গাড়িতে এই ডিভাইস না থাকলে মিলবে না ফিটনেস সার্টিফিকেট। এমনকী পুনর্নবীকরণ করা হবে না গাড়ির পারমিট (Parmit Renew)। 


কীভাবে কাজ করবে এই ট্র্যাকিং ডিভাইস? গাড়ির গতি থেকে যাত্রীদের সুরক্ষা, সব কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখতে বাণিজ্যিক গাড়ির (commercial Car) ক্ষেত্রে নতুন পদক্ষেপ পরিবহণ দফতরের (Transport Department) । যাত্রিবাহী-সহ সমস্ত বাণিজ্যিক গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার । পরিবহণ দফতরের (Transport Department) তরফে জারি করা হল নতুন নির্দেশিকা। কীভাবে কাজ করবে এই ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) ? এটি এক ধরনের GPS ট্র্যাকিং সিস্টেম ।


কোনও গাড়ি ব্যবহার করে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ উঠলে সেই গাড়ি চিহ্নিত করা সম্ভব হবে এই যন্ত্রের সাহায্যে। পাশাপাশি কোনও গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলেও তা সহজে জানতে পারবে পুলিশ এবং পরিবহণ দফতর (Transport Department) । যার ফলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রী বা আরোহীদের উদ্ধার করা সম্ভব হবে।


কী বলছেন পরিবহণ মন্ত্রী: পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন, 'প্রতিটি গাড়িতে ট্র্যাকিং ডিভাইস (Car Tracking Device) বসালে কোথাও অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে ট্র্যাক করা যাবে । গাড়ির গতিবিধি মনিটরিং করা যাবে । অপরাধ হলেও ধরা যাবে । রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, ২০১৮ সালের আগে রেজিস্ট্রেশন করা অধিকাংশ বাণিজ্যিক গাড়িতে নেই এই ট্র্যাকিং ডিভাইস । নতুন নির্দেশিকা অনুযায়ী , ২০২৩ এর ৩১ মার্চের মধ্যে অটো বা টোটো ছাড়া সমস্ত বাণিজ্যিক গাড়িতে ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) লাগানো বাধ্যতামূলক । অটো বা টোটোর ক্ষেত্রে আগামী বছরের ৩১ ডিসেম্বর (December) পর্যন্ত মিলবে সময় ।


এই সময়ের মধ্যে গাড়িতে ট্র্যাকিং ডিভাইস না লাগালে মিলবে না ফিটনেস সার্টিফিকেট (Fitness Cirtificate) । পুনর্নবীকরণ (Renew) করা হবে না গাড়ির পারমিট ।  ট্র্যাকিং ডিভাইস লাগানোর ফলে অপরাধমূলক কাজকর্ম ও দুর্ঘটনায় জীবনহানির আশঙ্কা অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার (West Bengal Government) ।


আরও পড়ুন: Ashoknagar News: মেসের ঘরে খুন ১৯ বছরের নার্সিং পড়ুয়া, কোথায় নিহত পড়ুয়ার রুমমেট ?