কলকাতা: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি (West Bengal DGP) হলেন মনোজ মালব্য (Manoj Malvia)। আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশের ডিজি-র (Director General of Police West Bengal) দায়িত্ব সামলাবেন তিনি। এত দিন অস্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাচ্ছিলেন।
মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্থায়ী ডিজি হিসেবে মনোজের নিযুক্ত হওয়ার খবর ঘোষণা করা হয়। বলা হয়ছে, আগামী দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি।
এর আগে রাজ্যের স্থায়ী ডিজিপি ছিলেন বীরেন্দ্র (DH Virendra)।গত অগাস্ট মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। এর পর গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে, অস্থায়ী ভাবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। কেন্দ্রীয় অনুমোদনের পরই এ বার স্থায়ী ভাবে ওই পদে অভিষিক্ত হলেন তিনি।
আরও পড়ুন: Municipal Election 2022: পুরভোটের আগে ভাঙন BJP-তে, শিলিগুড়িতে তৃণমূলে যোগ বিজেপি নেত্রীর
১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ। বীরেন্দ্রর মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী ভাবে ওই পদে নিয়োগ করা হয়নি। তবে সম্প্রতি মনোজ, বিবেক সহায়, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহ, নীরজনয়ন পান্ডে—এই ছ’জনের নামের একটি তালিকা নবান্নের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয়।
রাজ্যের পাঠানো ওই নামের তালিকা পর্যালোচনা করে দেখেই মনোজের নিযুক্তিতে সায় দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতেই স্থায়ী ভাবে রাজ্যের ডিজি হিসেবে দায়িত্ব পেলেন তিনি।
অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharatiya Hindu Mahasabha)-র প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্যর (Madan Mohan Malaviya) প্রপৌত্র মনোজ। তাঁর বাবা গিরিধর মালব্য (Giridhar Malaviya) এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০১৪ সালে বারাণসী (Varanasi) থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন মনোনয়নপত্র জমা দেন, সেই সময় তাঁর নামের প্রস্তাবক ছিলেন গিরিধর।
স্থায়ী ভাবে ডিজি নিয়োগ করতে বেশ কিছু প্রক্রিয়া পেরোতে হয় রাজ্যকে। প্রথমে ৩০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য আইপিএস অফিসারদের তালিকা তৈরি করতে হয়। তার পর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয় সেটি। সেই তালিকা থেকেই মনোজকে চূড়ান্ত করেছে কেন্দ্র।