1.  কলকাতা : ঘুম থেকে উঠেই হঠার দেখলেন চোখের সাদা অংশে রক্তের জমাট বিন্দু বা প্যাচ। দেখলে মনে হবে চোখের সাদা অংশে যেন খোঁচা লেগে গিয়েছে। দর্শনেন্দ্রিয়য় এমন লক্ষণ দেখলেই বুক ছ্যাঁৎ করে ওঠে। এরপর কি দৃষ্টিশক্তিতে কোনও প্রভাব পড়বে ? আতঙ্কিত হয়ে ওঠেন অনেকেই।  চোখের সাদা অংশে রক্ত জমে গেলে ঘাবড়ে যাওয়ারই কথা। তবে ভয় পাওয়ার কিছু নেই। একে বলে subconjunctival hemorrhage। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা, সপ্তর্ষি মজুমদার।  (DR. SAPTORSHI MAJUMDAR, Consultant - Dept. of Vitreo Retina, Disha Eye Hospitals )


চোখে লালভাব, অ্যালার্জি, কনজাংটিভাইটিস ইত্যাদির সঙ্গে এর পার্থক্য আছে। এতে চোখ জ্বালা করে না বা যন্ত্রণা হয় না। শুধু রক্ত জমে থাকে। আতঙ্কের কারণ নেই। বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞরা। বিভিন্ন কারণে চোখের উপর চাপ পড়লে চোখে  রক্তের ক্লট হতে পারে। সেই আঘাত তেমন গুরুতর না হলেও মন ঘটনা ঘটতেই পারে। খুব সাধারণ কারণে, অর্থাৎ চোখের ভেতর কিছু ঢুকলে আমরা রগড়ে ফেলি। তা থেকেও ঘটতে পারে এমন সমস্যা। এছাড়াও আছে আরও বেশ কিছু কারণ। ডা, সপ্তর্ষি মজুমদার জানালেন, 





এই কারণগুলি থেকে যদি চোখের সাদা অংশে লাল ক্লট হয়, তাহলে নিজে থেকেই নিরাময় হয়ে যায়। অনেক সময় আবার উচ্চ রক্তচাপের রোগীদের এই সমস্যা হয়ে থাকে। এঁদের রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয়। সেই ওষুধের  প্রতিক্রিয়া হিসেবে এই সমস্যা হতে পারে। চিকিৎসকরা বলছেন, আরও একটি কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়।



  •  ভাইরাল কনজাংকটিভাইটিস।  এর চিকিৎসা একটু আলাদা।

  • স্ক্লেরাইটিস (scleritis ) বলে আরেকটি সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রেও চিকিৎসা অনেকটাই আলাদা।  তবে এক্ষেত্রে আতঙ্কের কারণ নেই। ঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিলেই চলবে। 



    এছাড়াও বিভিন্ন গবেষণাপত্রে আরও কয়েকটি কারণের উল্লেখ পাওয়া যায়। যেমন কিছু ভাইরাস ঘটিত জ্বরে  চোখে রক্তক্ষরণ হয়। যাঁদের রক্ত জমাট বাঁধতে সমস্যা আছে তাঁদেরও এই ধরনের সমস্যা হতে পারে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের  ক্ষেত্রে এর ঝুঁকি । দেখা যায়,  এই জমাট বাঁধা কিছুদিন পর নিজে থেকেই চলে যায়।  তবে যন্ত্রণা বা রক্তক্ষরণ হলে তৎক্ষণাৎ যেতে হবে চিকিৎসকের কাছে। কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবেও এই সমস্যা উদ্ভূত হতে পারে।  




    চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা, সপ্তর্ষি মজুমদার







-