কলকাতা: গুয়াহাটির (Guwahati) একটি মামলায় অভিযুক্ত মাওবাদী (Maoist) দম্পতিকে ধরতে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল এনআইএ (NIA)। এদের মধ্যে একজনের নাম আমিরুদ্দিন আহমেদ (Amiruddin Ahmed), আরেকজনের নাম নির্মলা বিশ্বাস (Nirmala Biswas)। এনআইএ সূত্রে খবর, আমিরুদ্দিন অসমের ধুবড়ি ও নির্মলা নদিয়ার বাসিন্দা। এই দু’জন স্বামী-স্ত্রী বলে এনআইএ সূত্রে খবর। এ রাজ্যেও তারা লুকিয়ে থাকতে বলে আশঙ্কা।


মাওবাদীদের খোঁজে পোস্টার:  একজন নির্মলা বিশ্বাস, অপরজন আমিরুদ্দিন আহমেদ। সম্পর্কে স্বামী স্ত্রী, আর এরাই না কি সক্রিয় মাওবাদী সদস্য। অসমে একাধিক নাশকতামূলক কাজকর্মের মাস্টারমাইন্ড। এমনই দাবি NIA সূত্রে।  সম্প্রতি দু’জনের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigating Agency) । দু’জনের মাথার দাম ধার্য করা হয়েছে ৫ লক্ষ টাকা করে। NIA সূত্রে দাবি, নির্মলা বিশ্বাস(৫১) নদিয়ার চাকদার বাসিন্দা। আর আমিরুদ্দিন আহমেদ(৫২) অসমের ধুবরির বাসিন্দা। অসম ছাড়াও এরাজ্যের মাওবাদীদের সঙ্গে যোগ ছিল এই দম্পতির। ঘনিষ্ঠতা ছিল মৃত মাও শীর্ষ নেতা কিষেণজির সঙ্গেও।


NIA সূত্রে কী জানা গিয়েছে? NIA সূত্রে দাবি, সম্প্রতি অসমে ফের নাশকতার ছক কষে মাওবাদীরা (Maoist)। তার নেতৃত্ব দিচ্ছিল এই দু’জন। কিন্তু সেই খবর গোয়েন্দারা জেনে ফেলায়, অসম থেকে চম্পট দেয় দম্পতি। তদন্তকারী আধিকারিকদের অনুমান, পশ্চিমবঙ্গের কোথাও গা ঢাকা দিয়েছে এরা। নদিয়াতে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই বিভিন্ন জায়গা জুড়ে তাদের খোঁজে পড়েছে পোস্টার। সূত্রের খবর, মাও কার্যকলাপের অস্তিত্ব প্রমাণ দিতে বেশ কিছু ছক ছিল এঁদের। সেগুলো জেনে যাওয়ায় অসম থেকে পালায়।


দিনকয়েক আদে রিষড়ার (Rishra) দাসপাড়ায় ভয় দেখাতে প্রতিবেশীর বাড়ির সামনে মাওবাদীদের (Maoist) নামে পোস্টার (Poster) লাগানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ (Police)। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে তাঁকে ভয় দেখাতেই বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার লাগানো হয়।  


আরও পড়ুন: Nursing Job Seekers Agitation: বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবি, নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার