মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মূল্যবৃদ্ধি নিয়ে ( Vegetable Price Hike ) অভিনব কায়দায় আন্দোলনে কংগ্রেস (Congress)। হু হু করে বাড়ছে সবজির দাম। মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের কপালে। 'কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত সিদ্ধান্তের ফলে দাম বাড়ছে' সবজির এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরের আশীষ মার্কেটে, 'রাহুল জির মহব্বত কা দুকান' করে অর্ধেক দামে সবজি বিক্রি করে অভিনব প্রতিবাদ (Protest) যুব কংগ্রেসের।


'রাহুল জির মহব্বত কা দুকান'


রবিবার সকালে, দুর্গাপুরের আশীষ মার্কেটে অগ্নিমূল্য দামের আবহে 'মোদিজির আচ্ছে দিনকা দুকান' করা হয়। অন্যদিকে পাল্লা দিয়ে অর্ধেক দামের 'রাহুল জির মহব্বত কা দুকান' করা হয়। এহেনও ঘটনার পর ফাঁকা পড়ে থাকে 'মোদিজির আচ্ছে দিন কা দুকান।' আর ওদিকে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় 'রাহুলজির মহব্বত কা দুকানে।' এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হয় যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবের চক্রবর্তীও। দ্রুত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেয় তারা।


আরও পড়ুন, 'এইরকম সৎ রাজনীতিবিদ..', বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর


বাজারগুলিতেও টমেটোর দামে আগুন


অপরদিকে, সারা দেশের সঙ্গে শহরতলির বাজারগুলিতেও টমেটোর দামে আগুন ঝরছে। গড়িয়াহাট থেকে কসবা দক্ষিণ কলকাতার দুটি বাজারেই দাম   ২০০ টাকা ছুঁয়ে ফেলেছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির পরই খুচরো বাজারে অনেকটাই দাম বেড়েছে এই সবজির। প্রায়শই দেখা যাচ্ছে ২০০ টাকা হয়ে যাচ্ছে টোম্যাটো। কখনও কখনও সেটা থাকছে প্রতি কেজি ১৬০ টাকা কিংবা ১৮০ টাকা। তাই অন্যান্য সবজির দাম কমলেও টোম্যাটোর দাম চিন্তায় রাখছে সবজি ব্যবসায়ীদের। 


মধ্যেপিত্তের পকেটে টান


প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির পর যেভাবে সাধারণ মানুষ কাজ হারিয়েছে, সেভাবে কাজ ফিরে পায়নি। অনেকেই সঞ্চয় ভেঙে পেট চালিয়েছে। কোভিড বিদায় নিলেও অর্থকষ্ট বিদায় নেয়নি। এমত অবস্থায় বাজার দর তুঙ্গে। কারণ পরিবহণে জ্বালানীর দর না কমায়, তার পরোক্ষ প্রভাব পড়েছে সবজি বাজারেও। এছাড়াও একাধিক ইস্যু রয়েছে। যার সুদূর প্রসারী প্রভাব পড়েছে এই সবজি বাজারের দরে। তার উপর রান্নার গ্যাসের দামও হু হু করে বৃদ্ধিতে সবমিলিয়ে মধ্যেপিত্তের হেঁসেলে তথৈবচ অবস্থা। তাই পঞ্চায়েত ভোট পেরিয়ে গেলেও, লোকসভাভোটের আগে এই ইস্যুকেও ঢাল করে লড়াইয়ের ময়দানে কংগ্রেস।