কলকাতা: লোকসভা ভোটের আবহে বিজেপি নেতা ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। লন্ডভন্ড হয়ে গেছে রান্নাঘর জখম হলেন বিজেপি নেতা ভাইয়ের স্ত্রী। সন্দেশখালিকাণ্ডে শোরগোলের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘিরে শনিবার দিনভর উত্তপ্ত হয়ে রইল হাসনাবাদের শিমুলিয়া গ্রাম। 


বিস্ফোরণের ঘটনার নেপথ্যে তৃণমূলের চক্রান্ত দেখছেন বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের স্ত্রী। তিনি বলেন, 'তৃণমূল কোনও চক্রান্ত, তৃণমূল কোনও চক্রান্ত করেছে। সকালে এটা হয়েছে, প্ল্যানমাফিক এটাই বলতে পারছি না।  রান্নাঘরের পিছন থেকে মানে আওয়াজটা হয়েছে, আওয়াজ হয়ে মিডকেস থেকে সমস্ত জিনিসপত্র গুঁড়ো হয়ে যে ব্লাস্টটা হয়েছে, যা যা জিনিস ছিল, কাচের যা যা জিনিস ছিল গুঁড়ো হয়ে গিয়ে, আওয়াজ পেয়ে আমি ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছি। 


কিন্তু, কী কারণে বিস্ফোরণ? কোথা থেকে এল বিস্ফোরক? বোমা? নাকি অন্য কিছু কারণে বিস্ফোরণ? এদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিজেপির লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল এবং সেই বাড়িটা ঘিরে রেখে আরও যা যা ছিল, সেগুলোকে লুকিয়ে ফেলা হল সরিয়ে ফেলা হল। এই গ্যাংটাই ওই এলাকায় বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই CBI আর NIA-কে দিয়ে বা NSG-কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে এই সমস্ত বদনাম করছে কিনা, সেটাও দেখতে হবে। নিমাই দাস হচ্ছে পরিচিত বিজেপির মুখ। আর তাঁর বাড়িতে তাঁর ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে CBI যাবে না? NIA আসবে না? NSG ঢুকবে না?' 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি নেতা ভাই দিলীপ দাসকে আটক করে হাসনাবাদ থানা। পুলিশ সূত্রে দাবি, ২০১৮-সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটে নাম ছিল ২ জনেই। 



তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মীরা। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলেন, 'পুলিশের সামনে লোক ঢোকাচ্ছে। এখানে কী করা হচ্ছে? চেষ্টা হচ্ছে,  এটাকে ফাঁসানোর জন্য আরও কিছু বোম বা অন্য কিছু ঢোকানোর ঢুকিয়ে কেসটাকে জটিল করার চেষ্টা করা হচ্ছে। গতকাল যেহেতু বসিরহাটে ধরা পড়েছে, আর্মস ধরা পড়েছে, বারুদ ধরা পড়েছে , তার জন্য পাল্টা চোখকে ঘুরিয়ে দাও।' 


পুলিশ সূত্রে খবর, দিলীপ দাসের বাড়ির একটি ঘরও বন্ধ। তা নিয়েও দানা বেঁধেছে রহস্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে