ময়নাগুড়ি: ময়নাগুড়িতে (Maynaguri News) নাবালিকাকে ধর্ষণের (Rape Attempt on Minor Girl) চেষ্টা এবং হুমকির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত (Accused Arrested)। ধৃত কৃষ্ণ অধিকারীর বিরুদ্ধে নাবালিকার বাড়িতে গিয়ে প্রাণনাশের (Murder Threat) হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। নির্যাতিতার পরিবার অভিযোগ, বাড়ি বয়ে এসে হুমকি দেওয়াতেই ভয় পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা।
অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ
গত ছ’দিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নির্যাতিতা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি বয়ে গিয়ে হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: West Bengal News Live: উল্টোডাঙায় মৌলানা আজাদ কলেজের অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য
অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী দুই যুবক। মূল অভিযুক্তর ভাইকে আটক করেছিল পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করেন অভিযুক্তের সঙ্গীরা। মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। তাদের দাবি, হুমকিতে ভয় পেয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা।
গোটা ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে
অভিযুক্ত ওই যুবক তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি নাবালিকার পরিবারের। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের দাবি, অভিযুক্ত আগে তৃণমূল করলেও, এখন বিজেপি করেন। ময়নাগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামীর যদিও অভিযুক্ত সকলের কডা় শাস্তির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, "মেয়েটা কোনওক্রমে পালিয়ে বেঁচেছে। তার পর তাকে হুমকি দেওয়া হয়। মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সকলের কড়া শাস্তি হোক।''