West Bengal News Live: শিল্প সম্মেলন শুরুর দিনই সিঙ্গুরে বিজেপি, ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে শিল্পের আশ্বাস

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Apr 2022 12:29 AM
West Bengal News Live: কোচবিহার পুরসভায় অস্থায়ী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

কোচবিহার শহরের পুর-পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা আগেই স্বীকার করেছিলেন। এবার অস্থায়ী কর্মী নিয়োগে আগের বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন পুর চেয়ারম্যান। আগের বোর্ডও তৃণমূলেরই ছিল, ফলে দায় এড়াতে পারেন না, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে বাড়তি ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ!

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে বাড়তি ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ! বিপাকে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের কর্ণগড় অঞ্চলের একাধিক পরিবার। প্রযুক্তিগত ত্রুটির কারণে দু’বার ক্ষতিপূরণ পেয়েছেন একই ব্যক্তি, সাফাই প্রশাসনের। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live: বামনগাছিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে মারধর

উত্তর ২৪ পরগনার বামনগাছিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এক গৃহবধূ ও এক ব্যক্তিকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ। ভাইরাল হল নির্যাতনের ভিডিও। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এলাকার ৩ মহিলার বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার ২।

WB News Live Updates: শোচনীয় দশা অশোকনগরের পদ্মা নালার

উত্তর ২৪ পরগনার অশোকনগরে শুরু হতে চলেছে পদ্মা নালার আংশিক সংস্কার। কিন্তু বাধ সাধছে জবরদখলকারীদের পুনর্বাসন! বিকল্প ব্যবস্থা না হলে কী হবে, চিন্তায় ব্যবসায়ীদের একাংশ। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। প্রশাসন সূত্রে খবর, জবরদখলকারীদের জন্য বিকল্প ব্যবস্থা করা নিয়ে চিন্তাভাবনা চলছে।

West Bengal News Live: বহরমপুরে চাঁদের বিল পুনরুদ্ধারে তৎপর প্রশাসন

মুর্শিদাবাদের বহরমপুরে চাঁদের বিল পুনরুদ্ধারে তৎপর হল প্রশাসন। দিনের পর দিন জলাভূমিতে এনে ফেলা মাটি পুলিশ ও সরকারি আধিকারিকের উপস্থিতিতে তুলে ফেলার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েও জলাভূমি পুনরুদ্ধারের কাজ কতদিন চলবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জলাভূমি রক্ষা কমিটি। 

WB News Live Updates: সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রতারণার অভিযোগ

সোশাল মিডিয়ায় পাঠানো লিঙ্কে ক্লক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ করেছেন সেক্টর ফাইভের ভিন রাজ্যের এক তথ্যপ্রযুক্তি কর্মী। কারা এই চক্রের পিছনে, খোঁজ নিচ্ছে পুলিশ।

West Bengal News Live: রহড়ায় তৃণমূলকর্মীকে মারধর

উত্তর ২৪ পরগনার রহড়ায় তৃণমূলকর্মীকে মারধর। অভিযোগ পাতুলিয়ার সরকারি আবাসনের তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। যদিও, মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেনই না!

WB News Live Updates: মৌলানা আজাদ কলেজের অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য

উল্টোডাঙায় মৌলানা আজাদ কলেজের অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য। মৃত্যুর এক সপ্তাহ আগে অধ্যাপকের সঙ্গে ক্লাসে এক ছাত্র অভব্য আচরণ করেছিলেন বলে মৃতের মায়ের অভিযোগ। তারপর থেকেই মনমরা হয়ে থাকতেন ওই অধ্যাপক। যদিও কলেজের অধ্যক্ষের দাবি, এরকম কোনও ঘটনার কথা তাঁর জানা নেই।

West Bengal News Live: বিশেষ পরীক্ষা করা হল অনুব্রত মণ্ডলের

শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে বিশেষ পরীক্ষা করা হল অনুব্রত মণ্ডলের। শ্বাসকষ্টের সমস্যা কী থেকে হচ্ছে তা জানার জন্য বুধবার সিটিঅ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা করানো হয়। এর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ভবানীপুরে এসএসকেএমেরই শাখা রামরিক দাস হাসপাতালে। হুইলচেয়ারে উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। তারপর অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় রামরিকে। মিনিট ১৫ পর তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএমে।

WB News Live Updates: দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির

দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির। এদিন হুগলির সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে পৌঁছন সিঙ্গুরের জমিতে। জমির এখন কী অবস্থা, তা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার। রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সিঙ্গুরে শিল্প হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির। সস্তার রাজনীতি করছে বিজেপি। বাংলার শত্রু, পাল্টা কুণাল ঘোষ।

West Bengal News Live: জমি দিতে অস্বীকার করায় মহিলাকে গুলি করে খুনের হুমকি

জমি দিতে অস্বীকার করায় মহিলাকে গুলি করে খুনের হুমকি। হুমকির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ভাঙড়ের তৃণমূল নেতা। ভিডিও ক্লিপের সত্যতা অস্বীকার অভিযুক্তের। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল।

WB News Live Updates: মুকুল রায়ের বিধায়ক-পদ নিয়ে ফের বিধানসভায় শুনানি

মুকুল রায়ের বিধায়ক-পদ নিয়ে ফের বিধানসভায় শুনানিষ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুকুল রায় নিয়ে ফের শুনানি। বিধানসভায় ২২ এপ্রিল মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে শুনানি। শুনানিতে উপস্থিত থাকতে বিরোধী দলনেতাকে সচিবের চিঠি। ‘সাসপেনশনের পর বিধানসভায় গতিবিধি নিয়ন্ত্রণে, কী করে আসব?’ অধ্যক্ষের কাছে জানতে চাইলেন শুভেন্দু।

West Bengal News Live: কড়েয়া, এন্টালি, বেনিয়াপুকুরের পর নিউ মার্কেটেও চিটফান্ডের জাল!

কড়েয়া, এন্টালি, বেনিয়াপুকুরের পর নিউ মার্কেটেও চিটফান্ডের জাল! ব‘সেভ দ্য বেয়ার ফুট’ নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। নিউ মার্কেট থানা এলাকায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। মূল অভিযুক্ত লিজা মুখোপাধ্যায়ের বেনিয়াপুকুর ফ্ল্যাট সিল। বেনিয়াপুকুরে ৬০০ জনের কাছ থেকে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। নাসিকে ছেলের বাড়ি থেকে লিজা মুখোপাধ্যায় গ্রেফতার। লিজার দ্বিতীয় পক্ষের স্বামী, ২ ছেলে-সহ ১৪ জন গ্রেফতার।

WB News Live Updates: ব্রহ্মপুরে দিনেদুপুরে গুলির লড়াই

শান্ত এলাকা বলেই পরিচিত বাঁশদ্রোণীর ব্রহ্মপুর। সেখানে দিনেদুপুরে গুলির লড়াই। গুলিবিদ্ধ দুই প্রোমোটার। এলাকায় প্রচুর আবাসন রয়েছে। রয়েছে পুরনো বাড়িও। গুলিকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। লেক গার্ডেন্সে সিন্ডিকেট দৌরাত্ম্যের পরের দিনই প্রোমোটিং-বিবাদে বাঁশদ্রোণীতে গুলি। পরপর এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ব্রহ্মপুরের বাসিন্দাদের।

West Bengal News Live: বাঁশদ্রোণীতে প্রোমোটারদের গুলির লড়াইয়ের ঘটনায় বাড়ছে ধোঁয়াশা

গুলিবিদ্ধ অবস্থাতেই কেন তৃণমূল নেতার বাড়ির কাছে গিয়েছিলেন প্রোমোটার? তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়েও কেন ফেরানো হল প্রোমোটারকে? হাসপাতালের বদলে নেতার বাড়ির দিকে কেন গিয়েছিলেন বাচ্চা সিংহ? সোনারপুরে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বাড়ির সামনে গিয়েও কেন ফেরেন বাচ্চা সিংহ? বাঁশদ্রোণীতে প্রোমোটারদের গুলির লড়াইয়ের ঘটনায় বাড়ছে ধোঁয়াশা।

WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে নাড্ডাকে রিপোর্ট

নদিয়ার হাঁসখালির ঘটনায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ‘নির্যাতিতা নাবালিকাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো?’ নাড্ডাকে দেওয়া রিপোর্টে সন্দেহ প্রকাশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির।

West Bengal News Live: গঙ্গার ভাঙনের কবলে হাওড়ার বাসুদেবপুর গ্রাম

গঙ্গার ভাঙনের কবলে হাওড়ার বাসুদেবপুর গ্রাম। নদী বাঁধেও দেখা দিয়েছে বিরাট ফাটল। ভিটেমাটি হারানোর আশঙ্কায় কার্যত ঘুম ছুটেছে গ্রামবাসীদের। দ্রুত বাঁধ মেরামতির দাবিতে ঘণ্টা দেড়েক উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। গঙ্গা ভাঙন নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।

WB News Live Updates: কুলপিতে ধর্ষণের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ধর্ষণের অভিযোগ। বাড়িতে ঢুকে মুখ বেঁধে মহিলাকে ধর্ষণের অভিযোগ। পলাতক অভিযুক্ত প্রতিবেশী যুবক। ধর্ষণের মামলা রুজু করে তদন্তে কুলপি থানার পুলিশ।

West Bengal News Live: তপন কান্দু খুনের ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিবিআই। এদিন ঘটনাস্থলে আনা হয় প্রত্যক্ষদর্শীদের। আনা হয় ময়নাতদন্তকারী চিকিত্সককেও। প্রত্যেকের গলায় বোর্ড ঝুলিয়ে কংগ্রেস কাউন্সিলর খুনের পুনর্নির্মাণ শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা।

WB News Live Updates: রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সিঙ্গুরে শিল্প হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির

দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির। এদিন হুগলির সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে পৌঁছন সিঙ্গুরের জমিতে। জমির এখন কী অবস্থা, তা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার। রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সিঙ্গুরে শিল্প হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির।

West Bengal News Live: সিএএ নিয়ে সুর চড়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার

সিএএ নিয়ে এবার সুর চড়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ‘বিশ্বাস করে ভোট দিয়ে ১৮টি আসন এনে দিয়েছিলেন মতুয়ারা। সিএএ চালু করার জন্য প্রয়োজনে পথে নামবেন মতুয়ারা’, সিএএ নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে চড়া সুর হরিণঘাটার বিধায়কের।

WB News Live Updates: ‘উন্নয়নকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখুন’, বার্তা রাজ্যপালের

প্রধানমন্ত্রীর লুক ইস্ট অ্যাক্ট ইস্ট নীতির ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রাজ্যে উন্নয়ন হবে বলে আশা করি। পূর্ব ও পশ্চিমের রাজ্যগুলির মধ্যে সমতা আসবে। শিল্প সম্মেলনের মঞ্চে মন্তব্য রাজ্যপালের।

West Bengal News Live: শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই রাজ্যপালকে পাল্টা বার্তা মুখ্যমন্ত্রীর

‘রাজ্যপালের মাধ্যমে আমি একটাই অনুরোধ রাখব। আমরা কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্য চাই। আর শিল্পপতিদের যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা বিব্রত না করে দেখবেন।’ শিল্প সম্মেলনের মঞ্চে আবেদন মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates: মহিষাদল ও সুতাহাটা থানায় গেলেন দিল্লি পুলিশের তিন সদস্যের দল

জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে মহিষাদল ও সুতাহাটা থানায় গেলেন দিল্লি পুলিশের তিন সদস্যের দল। জাহাঙ্গিরপুরীর ঘটনায় অন্যতম ধৃত শেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা।

West Bengal News Live: অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তার বিবেচনার নির্দেশ

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। দু’ মাসের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ আদালতের। পাশাপাশি, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোন নির্দিষ্ট প্রকল্প চালু করা যায় কিনা সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে রাজ্য। এছাড়া, ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের ফেরাতে রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনের  সর্বাধিক তিন সদস্য নিয়ে বিশেষ অনুসন্ধানকারী কমিটি গঠন করল হাইকোর্ট। এদিন ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই ও SIT। 

WB News Live Updates:হাওড়ার শ্যামপুরের বাসুদেবপুর গ্রামে গঙ্গায় ভাঙন

হাওড়ার শ্যামপুরের বাসুদেবপুর গ্রামে গঙ্গায় ভাঙন। কটালের কারণে প্রবল জলোচ্ছ্বাসের জেরে গতকাল রাতে প্রায় ১০০ মিটার বাঁধ জলে তলিয়ে যায়। বাঁধের বাকি অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ভিটেমাটি হারানোর আশঙ্কায় কার্যত ঘুম ছুটেছে গ্রামবাসীদের। গতকাল সারারাত বাঁধের ওপরেই কাটিয়েছেন তাঁরা। দ্রুত বাঁধ মেরামতির দাবিতে আজ সকালে উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে দেড়ঘণ্টা পর অবরোধ ওঠে। বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে আশপাশের আরও কয়েকটি গ্রাম। তাই মাইকে প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ-প্রশাসন

West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরের পিংলায় গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ স্থানীয়দের

পশ্চিম মেদিনীপুরের পিংলায় গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ স্থানীয়দের। পরিবারের দাবি, গতকাল মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যান ওই গৃহবধূ। রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির কাছেই মাঠের মধ্যে ওই গৃহবধূকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও পরিবারের তরফে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 

WB News Live Updates: রাজ্যজুড়ে নারী নির্যাতন, বোলপুর ও শান্তিনিকেতন ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ফের পথে নামছে বামেরা

রাজ্যজুড়ে নারী নির্যাতন, বোলপুর ও শান্তিনিকেতন ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ফের পথে নামছে বামেরা

West Bengal News Live: বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এক গৃহবধূ ও এক ব্যক্তিকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ

উত্তর ২৪ পরগনার বামনগাছিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এক গৃহবধূ ও এক ব্যক্তিকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ

WB News Live Updates: মুর্শিদাবাদের বহরমপুরে চাঁদের বিল পুনরুদ্ধারে তৎপর হল প্রশাসন

মুর্শিদাবাদের বহরমপুরে চাঁদের বিল পুনরুদ্ধারে তৎপর হল প্রশাসন। দিনের পর দিন জলাভূমিতে এনে ফেলা মাটি পুলিশ ও সরকারি আধিকারিকের উপস্থিতিতে তুলে ফেলার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েও জলাভূমি পুনরুদ্ধারের কাজ কতদিন চলবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জলাভূমি রক্ষা কমিটি। 

West Bengal News Live: আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে বাড়তি ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ!

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে বাড়তি ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ! বিপাকে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের কর্ণগড় অঞ্চলের একাধিক পরিবার।

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ শ্মশানে কোনও নথি বা ডেথ সার্টিফিকেট ছাড়াই চলে মৃতদেহ সৎকারের কাজ

পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ শ্মশানে কোনও নথি বা ডেথ সার্টিফিকেট ছাড়াই চলে মৃতদেহ সৎকারের কাজ। শ্মশানে নেই কোনও রেজিস্টার। কোথাও আবার নদীর চরেই পুড়িয়ে দেওয়া হয় দেহ। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, আশ্বাস দিয়েছেন এলাকার বিডিও।

West Bengal News Live: ময়নাগুড়িতে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত

ময়নাগুড়িতে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত

WB News Live Updates: উল্টোডাঙায় অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য

উল্টোডাঙায় অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য

West Bengal News Live: "এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে'' মন্তব্য রাজ্যপালের

"এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে'' মন্তব্য রাজ্যপালের

WB News Live Updates: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

West Bengal News Live: দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির

দলীয় কোন্দল সামাল দিতে এবার আন্দোলনে জোর রাজ্য বিজেপির। এদিন হুগলির সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে পৌঁছন সিঙ্গুরের জমিতে। জমির এখন কী অবস্থা, তা খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার। রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সিঙ্গুরে শিল্প হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির।

WB News Live Updates: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দেবেন। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো হয়েছে। ফলে বাণিজ্য সম্মেলনে এই শিল্পপতিরা কী ঘোষণা করেন, তার অপেক্ষায় শিল্পমহল।

West Bengal News Live: বাঁশদ্রোণী গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

বাঁশদ্রোণী গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিবিআই। এদিন ঘটনাস্থলে আনা হয় প্রত্যক্ষদর্শীদের। আনা হয় ময়নাতদন্তকারী চিকিত্সককেও। প্রত্যেকের গলায় বোর্ড ঝুলিয়ে কংগ্রেস কাউন্সিলর খুনের পুনর্নির্মাণ শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

West Bengal News Live: জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে মহিষাদল ও সুতাহাটা থানায় গেলেন দিল্লি পুলিশের তিন সদস্যের দল

জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে মহিষাদল ও সুতাহাটা থানায় গেলেন দিল্লি পুলিশের তিন সদস্যের দল

WB News Live Updates: দলে ক্ষোভ-বিক্ষোভ প্রশমনের জন্য টানা রাজনৈতিক কর্মসূচি নিল বঙ্গ বিজেপি

দলে ক্ষোভ-বিক্ষোভ প্রশমনের জন্য টানা রাজনৈতিক কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। আগামী ২মে থেকে ১৫ দিন লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মে কলকাতায় মহামিছিল করবে বিজেপি। ৪ মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে অনুরোধ জানানো হবে বলে ঠিক করেছে বঙ্গ বিজেপি।

West Bengal News Live: বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারের গুলিকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য

বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারের গুলিকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, তিন রাউন্ড গুলি চলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রোমোটার মলয় দত্তর হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় তাঁর ঘনিষ্ঠ শম্ভু সর্দার। পুলিশের দাবি, দুই প্রোমোটারের কারও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল না। প্রায় ৫-৭ মিনিটের মধ্যে গোটা ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গুলি চলার সময় দুই প্রোমোটার মলয় দত্ত ও বিশ্বনাথ সিংহ ছাড়া ধৃত তিনজনও ঘটনাস্থলে হাজির ছিল। এর মধ্যে শম্ভু ছিল মলয় দত্তর পক্ষে। বাকি দু’জন অরিজিৎ পোদ্দার ওরফে সানি ও শেখ শাহিদ ওরফে ভিকি ছিল বাচ্চা সিংহের লোক। মূলত জমি দখলকে কেন্দ্র করেই দুই প্রোমোটারের মধ্যে বিবাদ, তার জেরেই গুলি-পাল্টা গুলি চলে বলে পুলিশের অনুমান। এদিকে, বাঁশদ্রোণীকাণ্ডে তদন্তে নেমে মলয়-ঘনিষ্ঠ আরও ৫ জনকে পুলিশ অন্য একটি মামলায় গ্রেফতার করেছে। 

WB News Live Updates: জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে ফের মহিষাদল থানায় গেল দিল্লি পুলিশের তিন সদস্যের দল

জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে ফের মহিষাদল থানায় গেল দিল্লি পুলিশের তিন সদস্যের দল। জাহাঙ্গিরপুরীর ঘটনায় অন্যতম ধৃত শেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনার মূল চক্রী মহম্মদ আনসারের মামার বাড়িও মহিষাদলের নামালক্ষ্যা গ্রামে। ফলে ধৃতদের সম্পর্কে আরও তথ্য পেতে এই দুটি জায়গাতেও যেতে পারে দিল্লি পুলিশের তদন্তকারী দল।

West Bengal News Live:খড়দার দলেরই কর্মীকে রাস্তায় ফেলে মার, হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ

খড়দার দলেরই কর্মীকে রাস্তায় ফেলে মার, হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। 

WB News Live Updates: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি জি ডি বিড়লা স্কুলের

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি। নতুন বিজ্ঞপ্তি জারি করল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। 

West Bengal News Live: ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলাকে গুলি করে খুনের হুমকির অভিযোগ

ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলাকে গুলি করে খুনের হুমকির অভিযোগ

WB News Live Updates: আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হতে পারে

আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হতে পারে। আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে কালবৈশাখীও। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয় কার্শিয়ঙে।

West Bengal News Live: বঙ্গে বিনিয়োগ আনার লক্ষ্যে আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

বঙ্গে বিনিয়োগ আনার লক্ষ্যে আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

WB News Live Updates: ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে মারধর, আদালতে আত্মসমর্পণ করার পরই জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা

ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে মারধর, আদালতে আত্মসমর্পণ করার পরই জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা

West Bengal News Live: সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সে তাণ্ডব, দায় নিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়

সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সে তাণ্ডব, দায় নিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়

WB News Live Updates: সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সে তাণ্ডব, দায় নিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়

সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সে তাণ্ডব, দায় নিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়

West Bengal News Live: বেহালার পর এবার বাঁশদ্রোণী, প্রোমোটিং লড়াইয়ে দিনেদুপুরে শ্যুটআউট

বেহালার পর এবার বাঁশদ্রোণী, প্রোমোটিং লড়াইয়ে দিনেদুপুরে শ্যুটআউট

প্রেক্ষাপট

বেহালার (Behala) পর এবার বাঁশদ্রোণী। প্রোমোটিং লড়াইয়ে দিনেদুপুরে শ্যুটআউট (Shoot Out)। গুলি, পাল্টা গুলি। এলাকা থেকেই অস্ত্র-সহ গ্রেফতার ৩।


অফিস টাইমে শ্যুটআউট, আতঙ্কে বাঁশদ্রোণী। এত অস্ত্র কোথা থেকে? প্রশ্ন বিরোধীদের। ব্যবসায়িক শত্রুতার দাবি তৃণমূলের (TMC)।


সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সে তাণ্ডব। দায় নিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়। (বাইট--মৌসুমী--সিন্ডিকেট করেন রতন। রতন-ইস্তফা দিন। 


ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে মার। কোর্টে আত্মসমর্পণের পরে তৃণমূল নেতার জামিন। জামিন-অযোগ্য ধারা যুক্ত করার পুলিশের আবেদনও খারিজ। 


 


রামপুরহাটকাণ্ডে (Rampurhat Case) বিস্ফোরক অভিযোগ স্বজনহারা মিহিলালের। 


 


মিহিলালের অভিযোগ খারিজ তৃণমূল বিধায়কের। 


 


দিল্লির হিংসায় ধৃত আনসারের হলদিয়ার বাড়ির হদিশ। মহিষাদলে বাড়ি আরও একজনের। এল দিল্লি পুলিশ। জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের। 


 ছাঁটের ব্যবসায় দ্রুত কোটিপতি দিল্লি হিংসার মাস্টারমাইন্ড আনসার! হলদিয়ায় বিশাল বাড়ি। ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে অস্ত্র হাতে ছবি পোস্ট। 


 তদন্ত প্রায় শেষ, পলিগ্রাফ টেস্টও সম্পূর্ণ। ফরেন্সিকের রিপোর্টের অপেক্ষা। তারপরেই চার্জশিট। আনিসকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট সিটের। 


 ৫টি ধর্ষণের মামলায় কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। নির্যাতিতার পরিবার-সাক্ষীদের সুরক্ষার নির্দেশ। হাঁসখালিকাণ্ডে শ্মশানে গেল সিবিআই। 


 


পরপর ভোটে ভরাডুবি, বিদ্রোহ সামলাতে আন্দোলনের পথে নামছে বিজেপি। ২ মে কলকাতায় মিছিল। ৮-৯ মে ব্লকে ব্লকে কর্মসূচির প্রস্তুতি। 


রাজ্যে ফের সক্রিয় চিটফান্ড! এন্টালি, কড়েয়া, বেনিয়াপুকুরে ৪০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। নাসিক থেকে মূল অভিযুক্ত গ্রেফতার। 


জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে মহিষাদল ও সুতাহাটা থানায় গেলেন দিল্লি পুলিশের তিন সদস্যের দল। জাহাঙ্গিরপুরীর ঘটনায় অন্যতম ধৃত শেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনার মূল চক্রী মহম্মদ আনসারের মামার বাড়িও মহিষাদলের নামালক্ষ্যা গ্রামে।                                                                                                                                                 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.