কলকাতা: মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা (KMC)। মেট্রো রেলের (Metro Rail) পিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে মেয়রের চিঠি। মেট্রোর পিলারের রং নিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের । 'মেট্রোর পিলারের রং রাজ্যের থিম কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'। রাজ্যের সৌন্দর্যায়নে সামিল হতে রেল বিকাশ নিগমের কাছে আবেদন পুরসভার। 


নীল-সাদা করার আবেদন জানিয়ে চিঠি: শহরের প্রায় সব সরকারি ভবনের রং নীল-সাদা। ফুটপাতের একাংশ থেকে রেলিংয়েও ফুটে ওঠে এই রং। আর এবার মেট্রো পিলারকেও নীল-সাদা করার ভাবনা। রাজ্যের থিম কালারের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে তাই এই আবেদন পুরসভার।  এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "চিঠিটা হাতে পাওয়ার পর দেখতে হবে। মেয়রের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়ে থাকে। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।''                                                                    


নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো: চলতি মাসেই শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটের প্রথম পর্যায়ের পরিষেবা। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া হয়ে রুবি যাওয়া যাবে। তবে এখন একটি রেকই চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে একটি মেট্রো মিস করলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাত্রীদের।


বাজেটে বরাদ্দ বাড়ার পর, এবার শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চলাচল। ফেব্রুয়ারিতে এই রুটে গড়াবে মেট্রোর চাকা। মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন। প্রথম ধাপে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে।  গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে।

নিউ গড়িয়া থেকে ৫টি স্টেশনের মধ্যে দৌড়বে মেট্রো। স্টেশনগুলি হল,



  • নিউ গড়িয়া

  • হাইল্যান্ড পার্ক

  • মুকুন্দপুর

  • কালিকাপুর ও

  • রুবি  



মেট্রো রেল সূত্রে খবর, এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া হয়ে রুবি যাওয়া যাবে। তবে এখনও স্থির হয়নি টিকিটের দাম।  মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ পর্যায়ের কাজ চলছে। জোকা-তারাতলা মেট্রোর মতো আপাতত একটি রেকই চলাচল করবে।


আরও পড়ুন: East Burdwan: চায়ের গুমটি সরানো নিয়ে বিতর্ক, প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ