আবীর দত্ত, কলকাতা: ১২দিন পরে মেডিক্যাল কলেজে (Medical College) উঠল ছাত্রদের অনশন (Hunger Strike)। ২২ ডিসেম্বর ছাত্র ভোট করানোর দাবি শুরু আন্দোলনকারীদের। কর্তৃপক্ষ না চাইলেও ছাত্র ভোট করানোর দাবি আন্দোলনকারীদের। ছাত্রভোটের দাবিতে অনড় থেকেও অনশন প্রত্যাহার করল তারা। 


অবশেষে অনশন প্রত্যাহার ছাত্রদের


২২ ডিসেম্বর ছাত্র ভোট করানোর দাবি আন্দোলনকারীদের। কর্তৃপক্ষ না চাইলেও ছাত্র ভোট করানোর দাবি তাঁদের। ভোটের ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ছাত্ররা নিজেরা ভোট করাতে পারে না, জানিয়ে দিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তাহলে কীভাবে কলকাতা মেডিক্যালে ভোট? বাড়ল ধোঁয়াশা।


গত ১২ দিন ধরে নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অনড় ছিলেন নিজেদের দাবিতে। অনশন চলাকালীন বেশ কিছু পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ সেই অনশন তাঁরা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন।            


যে পাঁচজন পড়ুয়া গত ১২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন, তাঁদের সরবত খাইয়ে অনশন ভাঙালেন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন। ছাত্রদের বক্তব্য, কিছুদিন আগে নির্ঘণ্ট প্রকাশ করা হয় যে চলতি মাসের ২২ তারিখ ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু তা স্থগিত রাখা হয়। ছাত্রদের দাবি, সেই নির্বাচন হোক। সেই দাবিতে অনশন করছিলেন তাঁরা।                                                                                  


আরও পড়ুন: Subiresh Bhattacharya: এসএসসির ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে, খবর সিবিআই সূত্রে


প্রসঙ্গত এই আন্দোলনে, সমাজের বিশিষ্টজনদেরও পাশে পেয়েছিলেন আন্দোলনকারীরা। মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে, গণ কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক ও মানবাধিকার কর্মী বিনায়ক সেন, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ অনেকে। মানবাধিকার কর্মী তথা চিকিৎসক বিনায়ক সেন বলেন, 'ওদের গণতান্ত্রিক অধিকারের সমর্থনে আমি এখানে এসেছি।’ অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন, 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই আন্দোলন চলছে, সরকার ভোট চাইছে না বলেই তো এই আন্দোলন করছেন ওনারা।’