মেদিনীপুর: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Hospital Doctor Death) ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাতে শামিল হওয়ার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Medinipur Medical college And Hospital) জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মল্লিকের (TMCP leader) বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ওই চিকিৎসক নেতার নেতৃত্বে তাঁদের হুমকি দেওয়া হয় হস্টেল থেকে বের করে দেওয়ার।


আরও পড়ুন: BJP Women wing Avijan: রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার


এর প্রতিবাদে বৃহস্পতিবার সরব হয়ে ওঠেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়ে ওই তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর পাশাপাশি পুলিশের কাছে এফআইআর করা হবে বলেও জানান তাঁরা। এর পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে বৃহস্পতিবারই অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুরের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফে।


আরও পড়ুন: RG Kar Case: দেহ উদ্ধারের দিন সেমিনার হলে দেহের কাছে কারা ? ছবি হাতে চেনানোর চেষ্টা ডিসি সেন্ট্রালের


তার ২২ ঘণ্টার মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের মুখ্য আহ্বায়ক মুস্তাফিজুরের মেদিনীপুর মেডিক্য়াল কলেজে ঢোকার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার এপ্রসঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পরিষ্কার জানিয়ে দিলেন, "মুস্তাফিজুর রহমান মল্লিক হাসপাতালের একজন হাউস স্টাফ। তাই তিনি হাসপাতালে আসবেন।"


মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষের এই বিজ্ঞপ্তির পরেই বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে অভিযুক্ত ওই তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতার সাহস আরও বেড়ে যাবে বলেও আশঙ্কা ছড়িয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।