Vivo Phones: ভিভো টি৩ আলট্রা ফোন (Vivo T3 Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভোর (Vivo Smartphone) এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান যে ভারতে ভিভো টি৩ আলট্রা ফোন লঞ্চ হতে বেশি দেরি নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম ভারতে কত হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি ভিভো টি৩ আলট্রা ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে দেশে লঞ্চ হতে পারে, কী কী ফিচার থাকতে পারে - সেই সম্পর্কেও সম্ভাব্য তথ্য পাওয়া গিয়েছে। ভিভো 'টি' সিরিজের একটি ফোন ভিভো টি৩ প্রো ভারতে লঞ্চ হয়েছে এবছর ২৭ অগস্ট। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ আলট্রা মডেল। 


অনুমান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে ভিভো টি৩ আলট্রা ফোন। আর কয়েকদিনের মধ্যেই তাই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ভিভো টি৩ আলট্রা ভারতে লঞ্চ হবে বলে অনুমান। অন্যদিকে এক্স মাধ্যমে আভাস পাওয়া গিয়েছে ভিভো টি৩ আলট্রা ফোনের দাম কত হতে পারে। 


টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন, ভিভো টি৩ আলট্রা ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হবে যার দাম হতে পারে ৩০,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে যার দাম ৩২,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে এবং এই মডেলের দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা। ফ্রস্ট ফ্রিন এবং কুনা গ্রে- এই দুই রঙে ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এই তথ্যগুলি ভিভো সংস্থা প্রকাশ করেনি। বলা ভাল, ভিভো টি৩ আলট্রা ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে ভিভো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


আরও এক টিপস্টার সঞ্জু চৌধুরী জানিয়েছেন, ভিভো টি৩ আলট্রা ফোনের দামে বেশ কিছু অফার যুক্ত হতে পারে। তার ফলে হয়তো এই ফোন ভারতে কেনা যাবে ২৭,৯৯৯ টাকার মধ্যে। 


আরও পড়ুন- নতুন রঙে ভারতে লঞ্চ হল রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোন, দাম কত? কী কী অফার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।