ICC: মাত্র ১০ বলেই রান তাড়া করে জয়, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল হংকং

Hong Kong vs Mongolia: এরপর রান তাড়া করতে নেমে ১.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় হংকং। মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মঙ্গোলিয়া।

Continues below advertisement

হংকং: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল হংকং ক্রিকেট। তৃতীয় দ্রুততম হিসেবে রান তাড়া করতে নেমে মাত্র  ১০ বলে জয় ছিনিয়ে নিল তারা। আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নেমেছিল হংকং মঙ্গোলিয়ার বিরুদ্ধে। কুয়ালালামপুরের বাইমাস ওভালে ৩১ আগস্ট হওয়া ম্য়াচে প্রথমে টস জিতেছিল হংকং। মঙ্গোলিয়াকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান হংকং অধিনায়ক। কিন্তু একেবারেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি মঙ্গোলিয়া। ম্যাচে ১৪.২ ওভারে মাত্র ১৭ রান করে অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। তাদের কোনও ব্যাটারই দু অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মোহন বিবেকানন্দন ১৮ বলে ৫ রান করেছিলেন। যা ছিল দলের হয়ে কোনও ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান। 

Continues below advertisement

এরপর রান তাড়া করতে নেমে ১.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় হংকং। মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মঙ্গোলিয়া। হংকংয়ের হয়ে জিশান আলি ওপেনে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ৫ বলে ১৫ রান করেন, তিনটি বাউন্ডারির সাহায্যে। সেখানেই জয়ের ভিত মজবুত হয়ে যায়। এদিকে, ম্য়াচে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভুত আয়ুশ শুক্ল। তিনি নিজের চার ওভারের স্পেলে কোনও রান না দিয়ে মঙ্গোলিয়ার এক উইকেট তুলে নেন। এর আগে নিজের চার ওভারের স্পেলে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও রান না খরচ করে উইকেট তুলে নিয়েছেন বিশ্ব ক্রিকেটে মাত্র ২ জন। কানাডার সাদ বিন জাফর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আগে এই নজির গড়েছিলেন। 

 

এদিকে, দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে নিজেদের ম্যাচে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলল সাউথ দিল্লি সুপারস্টার্স। সাউথ দিল্লির হয়ে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন আয়ুষ বাদোনি ও প্রিয়াংশ আর্য। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলা আয়ুষ ৫৫ বলে ১৬৫ রানের ইনিংস খেললেন। অপরদিকে বাঁ-হাতি প্রিয়াংশ নিজের ৫০ বলে ১২০ রানের ইনিংস খেললেন। তিনি এক ওভারে ছয় ছক্কাও হাঁকালেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনও দল ৩০০ রানের গণ্ডি পার করেছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola