সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর:  ছটপুজোর (Chhat Puja) অনুষ্ঠানে বিপত্তি। মেদিনীপুরে (Medinipur) হঠাত্‍ই ভেঙে পড়ল মঞ্চের ছাদ! ছটপুজো উপলক্ষে আজ স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে মেদিনীপুরের ডিএভি ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল (TMC) বিধায়ক জুন মাল্য, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ আরও অনেকে। সেই সময় হঠাত্‍ই অনুষ্ঠান মঞ্চের ছাদ ভেঙে পড়ে। কোনওরকমে সেখান থেকে আমন্ত্রিত অতিথিদের বাইরে বের করে আনে পুলিশ ও অনুষ্ঠানের আয়োজকরা। তবে, এই ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন মহিলা।                                                                     

  


এদিকে মঞ্চে উপস্থিত ছিলেন জুন মাল্য। তিনি বলেন, "এরকম কিছু হয়নি। যারা যারা মঞ্চে উপস্থিত ছিলাম সবাই ঠিক আছি। ভাল আছি। কেউ কোনও চোট পাননি। ছোট একটা ত্রুটি হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। ঠাকুরের কৃপায় সবাই ঠিক আছি।"                             


 



আরও পড়ুন, ১০০ টাকা ধার শোধ করা নিয়ে জন্য রক্তারক্তি! বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা বন্ধুর


এদিকে, ছটপুজোয় রবীন্দ্র সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশ নিষেধ। সরোবরের চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। প্রশাসনের উদ্যোগে খুশি পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীরা। অন্যদিকে, ছটপুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে চলবে নজরদারি। গোটা শহরে ১৭৩টি পুলিশ পিকেট তৈরি করা রয়েছে।                                                                   


অন্যদিকে, ছটপুজো উপলক্ষ্যে সুভাষ সরোবরেও বন্ধ রয়েছে ৫টি গেট। আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সরোবরে ঢোকা নিষেধ। সরোবরের বাইরে পুলিশ পাহারা, ভিতরে নিরাপত্তারক্ষী।